তুমি বলেছিলে,আড়চোখে আর না তাকাতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,নদীর ধারে একা না হাঁটতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,তোমার পিছু না করতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,তোমার নাম ধরে না ডাকতে
আমি সেটাও শুনেছিলাম।
কিন্তু যখন আমি বললাম,খোঁপায় বেলী ফুল দিতে
তোমার নাকি ভালো লাগেনা।
আর নীল শাড়ি পড়তে বললাম যখন
তোমার নাকি সময় হয়না।
যখন বললাম, ভালোবাসতে
তুমি বলেছিলে তুমি অন্যকারো অপেক্ষায়।
অপেক্ষা আমিও করি।
যেদিন তোমার অপেক্ষার অবসান হবে,
সেদিন আমার অপেক্ষা পাবে পরিত্রাণ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০