ড: আরেফিন সিদ্দিক (১৯৫৩-২০২৫ ) ২ মেয়াদের ৮ বছর ভিসি ছিলেন; উনার ছাত্রদের থেকে সরকারের উঁচু পদে চাকুরী ( ব্যুরোক্রেট, নন ক্যাডার, পলিসি-ম্যাকার ) করছে কমপক্ষ ২০ হাজার ছাত্র' এদের ৯৮ ভাগ মুলত ডাকাতী করছে, টাকা পাচার করছে, ছেলেমেয়েদের বিদেশে পড়াচ্ছে, ঢাকায় সম্পত্তি কিনছে।
উনার সময় ছাত্রলীগের নেতার ঢাকা ইউনিভার্সিটিতে মাফিয়া ব্যবসা চালায়েছে; একই সাথে শিবিরের জংগীরা দেশের মুল ইউনিভার্সিতে সাপের বাসা বেঁধেছে।
উনার কোন ছাত্র নাম-করা সাংবাদিক হয়েছে, সামুতে ভালো ব্লগিং করেছে? এরা ঘোড়ার ডিম কিছুই হয়নি। দেশের মুল বিদ্যালয়ের থেকে যে ডাকাত বের হচ্ছে ও জাতির সমপদ ডাকাতী করছে, সেই সম্পর্কে উনি কোন আলোচনা করেছিলেন; প্রাক্তন ছাত্রদের ১টি সন্মেলন করে, ডাকাতী না করে দেশের মানুষের সেবা করতে বলেছিলেন?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৮