'সাহেব ও মোসাহেব'
সাহেব কহেন,"চমৎকার! সে চমৎকার!"
মোসাহেব বলেন,"চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?"
-----------------
সাহেব কহেন,"কি বলছিলাম,গোলমালে গেলো গুলায়ে!"
মোসাহেব বলে,"হুজুরের মাথা! গুলাতেই হবে।
দিবো কি হস্ত বুলায়ে?"
---নজরুল
যতবার পড়ি ততবারই ভালো লাগে। ইদানিং বেশি ভালো লাগে।
ভালো লাগার পরই দুঃখ লাগে!
"প্রশংসা আসবে জনগণের থেকে,চামচাদের থেকে নয়।
ভালবাসবে জনগণ,চাটুকারেরা করবে পদলেহন।
কেউ উচ্চাসনে অধিষ্ঠিত হলে অভিনন্দন তার প্রাপ্য। দেয়াল,ইলেকট্রিকের খাম্বা,সড়কদ্বীপ,পত্র পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে যে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসার প্রকাশ,তা প্রকৃতপক্ষে চামচামির ই বহিঃপ্রকাশ। যে অর্থ খরচ হয় এই প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা নিবেদনে,তার শতগুণ উশুল হওয়ার নিশ্চয়তা না থাকলে অত বোকা বাঙালি নয় যে টাকাও ঢালবে,প্রাণও ঢালবে"
----- সৈয়দ আবুল মকসুদ
দেশে যেসব সামাজিক আন্দোলন হচ্ছে তার সাথে মোসাহেবি(পা চাটা)নিরোধন আন্দোলনও যুক্ত হওয়া উচিত।
ইদানিং এই চর্চার যে চিত্র, তা সত্যিই আশংকাজনক।
এর ক্ষতিটা প্রত্যক্ষভাবে টের পাওয়া যায় না।
আমরা সরাসরি চলে যাই দুর্নীতিতে। সবাই অবশ্য দুর্নীতি বলে না। কিছুদিন আগে এক সিএনজি চালক মামা সিএনজি চালাতে একটু পর পর ই গুঁইসাপের মতো এদিক সেদিক মাথা ঘুরিয়ে রাস্তায় চলাচল করা মেয়েদের দেখে,সে বলেছিলো,"corruption"!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০