ধানমন্ডি ৩২ নাম্বার দিয়ে হেটে যাচ্ছিলাম, সামনে তাকাতেই দেখি বঙ্গবন্ধু! হাত নেড়ে আমাকে কাছে ডাকছেন। সামনে গিয়ে সালাম দিলাম, বললো, কোথায় যাচ্ছিস?
-জী, এই তো হাটছিলাম নেতা।
-কতদুর হাটবি? পথের তো শেষ নেই!
-যতদুর পথ, ততদুরই হাটবো, মুচকি হেসে উত্তর দিলাম। আমার কথা শুনে তিনিও হেসে বললেন, তোর মত বয়সের সবাই দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত হাটতে চায়, কিন্তু একটা সময় আর এগিয়ে যেতে চায় না, কেন চায় না জানিস? বলে বঙ্গবন্ধু আমার চোখে চোখ রাখলেন। আমি কি উত্তর দিবো ভেবে পাচ্ছিলাম না! শুধু বোকার মত বললাম, বয়সের ভারে হয়ত সে শক্তি টা কমে যায় নেতা। তিনি বললেন, না, বয়সের জন্য না, এদেশের অধিকাংশ অসৎ নেতাদের জন্য! এই সব নেতারাই এদেশের তরুনদের এগিয়ে যাবার পথে আগ্রহ নষ্ট করে দেয়! মনে রাখিস, অসৎ নেতা কখনো সৎ কর্মী তৈরী করতে পারে না! মুখে সততার বুলি আওরান আর কর্মে অসৎ লক্ষণ, সেই নেতা দেশকে কিছুই দিতে পারে না, ওরা শুধু দেশের কাছ থেকে নিতেই জানে!
আমি মন্ত্রমুগ্ধের মত তার কথা শুনছিলাম! হঠাৎ কথা থামিয়ে বঙ্গবন্ধু বললেন, আয় চা খেয়ে যা, বলে বাসার ভিতরে নিয়ে গেলেন, সিড়ি দিয়ে উপরে উঠার সময়, শুধু বললো, এই সিড়িটা চিনে রাখ, এখানে একদিন বাংলাদেশ পড়ে থাকবে! আমি তার কথা বুঝলাম না! রুমে গিয়ে সোফায় বসতে বলে তিনি ভিতরে গেলেন। এরমধ্যে কাজের ছেলেটা চা, বিস্কুট দিয়ে গেল, বঙ্গবন্ধু ভিতর থেকে ফিরে এসে পাশের সোফায় বসলেন, চা খেতে খেতে বললেন, তুই তো বয়েসে তরুন, তোকে কিছু কথা বলি, শুনে রাখ।
-এদেশে একদিন আমার নামে ব্যবসা হবে, মুক্তিযুদ্ধের নামে ব্যবসা হবে, মুক্তিযোদ্ধাদের নামে ব্যবসা হবে, এতটাই ব্যবসা হবে যে, সেদিন দেখবি, কিছু মানুষ আমাকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাকে নিয়ে কটু কথা বলবে! আর এর জন্য দায়ী থাকবে কিছু চেতনা ব্যবসায়ী! সেদিন তোদের মত তরুনরা যদি সঠিক কথা না বলতে পারে তবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদের বদনাম বেড়েই চলবে! অভিমানে তোকে বললাম, চা খেয়েছিস এখন তুই যা, হাটতে থাক, বলে বঙ্গবন্ধু ভিতরে চলে গেলেন। আমি রুম থেকে বের হয়ে সিড়ি দিয়ে নামবার সময় লক্ষ্য করলাম সেই জায়গা টা, যা তিনি আমাকে উঠার সময় দেখিয়েছিলেন, মাথা নিচু করে সেই জায়গা টা দেখবার সময় পা ফসকে নিজেই সিড়িতে পড়ে গেলাম! হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি, আমি সিড়িতে না, বিছানায় শুয়ে আছি, আর এতক্ষন যা ঘটছিল, তা স্বপ্ন ছিল!
/সরকার পল্লব
৩১ জানুয়ারী, ২০১৭
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭