ভিন্ন ভিন্ন পটভুমিতে আর্বতিত হতে থাকে উপন্যাসের কাহিনী। বর্তমান আর অতীতের মিশ্রনে এগিয়ে চলে গল্প। অনল নামের আধুনিক তরুনের জীবন থেকে শুরু করে সোলায়মান মাঝি, কানু জেলে এবং....।
সাম্রাজবাদী শোষন, আধুনিক রাস্ট্রীয় নির্যাতন, অনিয়ম, প্রথাগত নিয়ম ভাঙ্গার প্রতিবাদী তরুন অনলের জীবন, অন্যদিকে জমিদারের শোষন, নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে সোলায়মান মাঝি, কানু জেলের প্রতিবাদি, সংগ্রামী জীবন। একই সাথে বর্তমান সমাজ, রাস্ট্র ও প্রাসাদের ভিতরের নগ্ন চরিত্রগুলো, অনিয়ম আর অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ, চাটুকার, তোষামোদ কারীদের প্রতি তাদের যে ঘৃনা, চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকা যে গল্প, অন্ধকার থেকে কখনোই আলোর মুখ দেখে না, সেই সব অন্ধকারের গল্পই আলোকিত হয়েছে "নিষিদ্ধ গল্প" উপন্যাসে। বর্তমান পটভুমি কে অতীতের সাথে আর অতীতের পটভুমি কে বর্তমানের সাথে নিপুণভাবে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে, আশা করি "নিষিদ্ধ গল্প" উপন্যাসটি সমসাময়িক উপন্যাস থেকে সম্পুর্ন ভিন্নতা এনে দিবে পাঠকদের মনে।
ধন্যবাদসহ
/সরকার পল্লব
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪