অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত আমার দুটি বই উপন্যাস "অন্বেষা" মূল্য ১৫০ টাকা আরেকটি গল্পগ্রন্থ "শঙ্কিত শহরে"
মূল্যঃ ১৯০ টাকা।
বই দুটি পেতে চাইলে প্রকাশনী: এক রঙা এক ঘুড়ির পেইজ বা গ্রুপে জানালে হবে অথবা ঘুড়ি প্রকাশনীরর নাম্বারঃ-
০১৯৯৫৫২৯৬৫৪
০১৭১১৩১০৪৭৬
এই দুটির যে কোন নাম্বারে ফোন করলেই কুরিয়ার করা হবে।
বিকাশে পেমেন্ট করা যাবে।
যারা দেশের বাইরে থেকে সংগ্রহ করতে চান, তারা ও একই উপায়ে বই সংগ্রহ করতে পারবেন তবে তাদের কুরিয়ার খরচ বেশি আসবে এই যা।।
লিলিয়ান আপুর ভালোবাসা তিনি এখানে আমার গল্পগ্রন্থ সম্পর্কে আলোচনা করেছেন
এই বার্তা কোলকাতার এক পাঠক দিয়েছেন।
বই মেলায় প্রথম যেদিন গেলাম ঘুড়ি স্টল থেকে কিছু বই কিনে বিল দিয়ে চেঞ্জ নেয়ার জন্য দাঁড়িয়ে আছি, এরকম সময় গোলাপি রঙের শাড়ি মাচিং জুয়েলারি পরা বেশ সম্ভ্রান্ত একজন এত এত সাজানো বইয়ের ভেতর আমার বইটি অত্যন্ত যত্ন নিয়ে ধরেছেন, তারপর একজনকে বলল আমি বইটি নেব, আমাকে এই বইটি দিন, স্টলে তখন আমার বইয়ের প্রকাশক নীল ভাইয়ার ওয়াইফ ছিল, সে স্মার্টলি আমাকে দেখিয়ে বলল এই বইয়ের লেখিকা সামিয়া ইতি ইনি, আপনি চাইলে তার অটোগ্রাফ নিতে পারেন, আপু কেন জানি নার্ভাস চোখে আমার দিকে চেয়ে বললেন আপনি somewhere in blog এ লিখেন? আপনি কিন্তু আমার প্রিয়তে আছেন জানেন?? সাথে সাথে আমি আপুকে জড়িয়ে ধরতে গেলাম, দুজন অপরিচিত যেন এক নিমিষে আত্মার আপন হয়ে গেলাম। এই ঘটনা আমার জীবনে মধুর স্মৃতি হয়ে থাকবে, সেই ব্লগার আপু ছিল কামরুন নাহার বীথি আপু, এরকম বেশ কিছু কারনে আমি আপ্লুত। সবাই এভাবেই আমার পাশে থাকুন। ভালো থাকুন। কৃতজ্ঞতা প্রিয় এই ব্লগের প্রতি সবসময়।।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩