সেদিন বাসে আসতে আসতে হঠাৎ খেয়াল করলাম আমার পাশে বসা মেয়েটি চেপেচুপে আমার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে, আমি ভাবলাম আহা বেচারি মে বি তার আমাকে ভালোলাগছে তাই এইভাবে বসেছে, মাঝে মাঝে এমন হয় অল্প কিছু সময় আমার পাশে বসেই কিছু মেয়ে আমার ফ্যান হয়ে যায়!! রিয়েলি!! হয়তো এরকম ভাবে তারা আমার পাশে নিরাপদ।আমার দিকে মিষ্টি করে তাকায়, ভাবলাম সেরকম কিছু হবে!
যাত্রীরা উঠছে ভীর বাড়ছে মেয়ে মনে হল এবার আমার একদম শরীরের ভেতরে ঢুকে যেতে চাইছে, বিরক্ত হলেও মেয়েটিকে কিছু না বলে ঘটনা কি দেখার জন্য চারপাশে চোখ বুলালাম, একটা লাল শার্ট পড়া ছেলে ফাইল হাতে রড ধরে দাঁড়িয়ে, তার ধার ঘেঁষে বেশ কিছু মহিলা বসে, আরও ছয় সাতজন দাঁড়িয়ে। জায়গা আছে তারপর ও, পঞ্চাশ ছুই ছুই এই রকম এক নাদুশ নুদুশ পান খাওয়া লোক পান চিবোতে চিবোতে সারা বাসে তিল পরিমান জায়গা নাই! এই রকম ভাব ধরে তার পুরা ভুরি শুদ্ধ শরীর মেয়েটির গায়ে সেঁটে আছেন।
ঘটনা দেখে আমার চোখ মুখ পরিবর্তন হয়ে গেলো, এই চেহারাটা হচ্ছে আমার অজান্তে রেগে যাওয়া চেহারা, এটার প্রতিচ্ছবি আমার মুখে এমন ভাবেই ভেসে উঠে যে চেনা অচেনা যে কেউ কিছুটা হলেও ঘাবড়ে যায়।লাল শার্ট ছেলে সহ আরও দুই তিন জন লোক আমার হয়ে লোকটিকে সরে যেতে বলল, তিনি শুনলেনই না।
আমি বললাম আপনি শুনতে পাচ্ছেন না আপনাকে সবাই সরে দাঁড়াতে বলছে তবু সরছেন না কেন? আপনি দেখুন আপনি এই মেয়েটির গাঁয়ের উপর ভর করে আছেন, যান এখান থেকে, পেছনে গিয়ে দাঁড়ান। লোক সরে গেলো। মেয়েটা এতক্ষনে আমার পীঠ থেকে মুখ তুলে ঘাড় সোজা করলো। এতক্ষন থেকে মেয়েটি এরকম কষ্ট করলো অথচ একটু প্রতিবাদ করার সাহস সে করেনাই।
আসলে সব মেয়ে একরকম না, সব মেয়ে মানসিক ভাবে শক্তিশালী না, সব মেয়ে সব কিছু পারে না, সব মেয়ে ঘোলাটে পরিবেশে বুদ্ধি করে পথ চলে সামনে এগোতে পারে না।
অনেক মেয়ে পরিবেশ এবং পরিবার থেকে সে মেয়ে, সে দুর্বল, সে পরাধীন, সে অজ্ঞ, বুদ্ধিহীন, এরকম আপন মানুষ এর কাছে থেকেই উপাধি পেয়ে পেয়ে, নির্যাতিত হতে হতে, কষ্ট পেতে পেতে, অন্যায় মেনে নিতে নিতে তারা অসুস্থ দুর্বল এবং লক্ষ্য হারিয়ে ফেলে।
তাদের সাহায্য করুন,পুরুষ মানুষ মেয়ে মানুষ এই রকম চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে একজন সবল মানুষ হিসেবে, সকল দুর্বল ক্ষতিগ্রস্ত সাহায্যহীনদের সাহায্য করুন।সেই সাহায্য হতে পারে পথে ঘাঁটে, অচেনা কোন স্থানে, অপরিচিত কাউকে অথবা পরিবারের আদরের ছোট্ট অভিমানী বোনকে।। আমাদের দেশে ক্ষতিগ্রস্ত এবং সাহায্যহীনদের ভেতর নারীদের হার অনেক অনেক বেশি।
সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫