সকালে আমাদের কোম্পানির সুপার সপে অডিট করতে করতে হঠাৎ উনার দিকে চোখ গেলো, কি সুখেই না এইদিক ঐদিক ঘুরঘুর করে বেড়াচ্ছেন, একলা জীবন যে এত নির্ভাবনার আর সুখের জীবন উনি তার জলজ্যান্ত প্রমান, হাতের পেপারগুলো সুপারভাইজারকে দিয়ে ছবি তোলার জন্য এগিয়ে গেলাম।
উনি একজন ছোট কচ্ছপ ছানা, আমাকে দেখে ঘাড় বাড়িয়ে সামনে পেছনে হেলে দুলে চলাফেরা করে ছবি তোলার কাজে প্রচুর ব্যাঘাত ঘটালেন।
ওসবের দেখাশোনা করে যে ছেলেটি সে অতি উৎসাহে জানালো গতকাল অথবা গত পরশু থাইল্যান্ড থেকে আরও তিনশো টরটোইজ আসতেছে, এইগুলা ফরেইনারদের অনেক পছন্দ উনারা টরটোইজ গুলো আসার দুই তিন দিনের মধ্যে সব কিনে শেষ করে ফেলে,আপনি গতকাল এইগুলার ছবি তুলতে আইসেন ম্যাডাম।
সাদাসিধা নিষ্পাপ চেহারার ছেলেটার কাছে গতকাল আর গত পরশুর কথার মধ্যে কোন ভুল নাই এইটা নিশ্চিন্ত হয়ে বললাম গতকাল না পারলে গতপরশু অবশ্যই আসবো।।
মাঝে মাঝে জীবন বড়ই সুন্দর।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৪