ছবিগুলো গত কয়দিন ধরেই দেখছি ইনস্টাগ্রামে, টুইটারে, ফেইসবুকে বিভিন্ন গ্রুপে, কারো কারো প্রোফাইলে, কভার ফটোস এ, প্রথম দেখায় মনে মনে ভেবেছিলাম এটা কোন মুভির দৃশ্য কিনা অথবা উনারা ফেমাস কাপল। পরবর্তীতে ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে পারলাম; না উনারা ফেমাস কেউ না, বৃদ্ধ দম্পতির এই ভালবাসাময় ছবিগুলো তুলেছেন রাশিয়ান ফটোগ্রাফার ইরিনা নিডিইয়েলকোভা। নিঃসন্দেহে তিনি সফল! কেননা গত কয়দিনের মধ্যে ছবিগুলো প্রচুর জনপ্রিয় হয়েছে লাখ লাখ মানুষের কাছে।
বৃদ্ধ দম্পতির নাম কার্ল এবং এলি ফ্রেড্রিক্স।
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি।
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি।
একদা এমনই বাদল শেষের রাতে—
মনে হয় যেন শত জনমের আগে—
সে এসে সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে ;
সে-দিনও এমনই ফসলবিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে ;
অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া
খুঁজেছিল তার আনত দিঠির মানে।
এই ছবি কয়টি গত কয়দিনে উনাদের ফেমাস বানিয়ে দিয়েছেন।। এখন তাদের বিশ্বের অনেক মানুষই চেনেন।।
উনারা পরস্পর একত্রে ভালোবেসে সুখে দুঃখে পাশাপাশি দুজন দীর্ঘ জীবন কাটিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষ এই ছবি দেখে আবেগে আপ্লুত হয়েছে, নিঃসন্দেহে তারা ঈর্ষনীয় সুখী দম্পতি। বেঁচে থাকুক তাদের ভালোবাসা বেঁচে থাকুক তারা।
কবিতার প্রথম লাইন কয়টি মহাদেব সাহার তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি কবিতা থেকে, অপরটি সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা থেকে।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩