সেলফি হচ্ছে মোবাইল অথবা ওয়েব ক্যামেরা অথবা ক্যামেরায় তোলা নিজের তোলা নিজের প্রতিকৃতি।( এটা সারা জাহানের মানুষ জানে) ১৯০০ সালে পোর্টেবল কোডাক ব্রাউনি বক্স ক্যামেরা বাজারে আসার পর ফোটোগ্রাফিক আত্ম-প্রতিকৃতি তোলা বেশ জনপ্রিয়তা লাভ করে। বহনে সহজ এই ক্যামেরার সাহায্যে আয়নার মাধ্যমে সেলফি তোলার প্রচলন শুরু হয় তখন থেকেই।
১৮৩৯ সালে তোলা প্রথম সেলফি
সেলফি শব্দটির প্রাথমিক ব্যবহার ২০০২ এর আগে পাওয়া গেলেও, ২০০২ সালের ১৩ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান এক অনলাইন ফোরামে (এবিসি অনলাইন) প্রথম ব্যাবহৃত হয়। সেই থেকে সেলফি কাহিনী শুরু।
সেলফি তুলতে চেয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে মর্মান্তিক ঘটনা ঘটেছে হয়তো ভবিষ্যতে আরও ঘটবে।
যেই সেলফিগুলো আমাকে প্রচণ্ড রকম ভাবায় যে আমাদের জীবন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে,
জীবন ভরসাবিহীন আশ্চর্যরকম ক্ষণস্থায়ী।।
গ্যারি স্লোক এবং তার মা
গ্যারি স্লোক এবং তার মা ২০১৪ সালের জুলাই মাসে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ 17-এর যাত্রী ছিলেন, প্লেন ছাড়ার মিনিট খানেক আগে তারা ছবিটি তোলেন এবং ফেইসবুকে আপলোড করেন। তার কিছুক্ষন পর প্লেনটি ক্রাস করে।।
ক্যাটেনি সানফোর্ড উত্তর ক্যারোলিনায় ড্রাইভ করার সময় এই ছবিটি তোলেন, এবং সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার কিছুক্ষন পর একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তার গাড়ি চূর্ণ বিচূর্ণ হন এবং তিনি মারা যান।
বিখ্যাত সঙ্গীত শিল্পী Jadiel নিউ ইয়র্ক একটি মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা আগে Instagram এ মুহূর্তের আপলোড কড়া ছবি, ঐ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তিন বোনের শেষ সেলফি। ক্যাপশন- "অন দ্য ওয়ে সিস্টার জার্নি!" তারা কাওড়াকান্দির পিনাক-৬ লঞ্চে ঢাকা ফিরছিল, পরবর্তীতে লঞ্চটি ডুবে যায় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। তারা চলে গেছেন রেখে গেছেন সবাইকে হতবাক করে দেয়া অকালে প্রান ঝরে পড়ার সেলফি, শেষ সাক্ষী।।
সেলফি তুলতে গিয়ে প্রান হারানোর সেলফি।।
আন্না উরসু।
আঠারো বছর বয়সী এই রোমানিয়ান কিশোরী মারা যায় ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎ এর ক্যাবল অতিক্রম করার সময় তাতে পেঁচিয়ে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, যা ছিল ২৭ হাজার ভোল্ট।
ওর নাম এক্সজিনা, সতের বছর বয়সী এই রাসিয়ান মেয়েটি বন্ধুদের কে দিয়ে এই ছবিটি তোলার কিছুক্ষন পর ভারসাম্য হারিয়ে ২৮ ফুট উঁচু এই ব্রিজের উপর থেকে পড়ে যায় বৈদ্যতিক ক্যাবলের উপর, তারপর সেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। তার মৃত্যু অনেকটাই আন্নার মত।।
এডউইন।
১৫ বছর বয়সী এই ছেলেটি একটি চলন্ত ট্রেনের সামনে ছবি তুলতে গিয়ে মাথায় ট্রেনের সাথে ধাক্কা লেগে আঘাত পায় এবং মৃত্যু বরন করে।
এই মেয়েটি বাংলাদেশের। জান্নাতুল মাওয়া সাতক্ষীরা শহরের কাছে কাশিমপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়,সকালের কোনো এক সময় নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেন এবং এই ছবিটি ঝুলে পড়ার আগ মুহূর্তের হবে বলে পুলিশ ধারণা করেন। ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ মাহিমের ব্যবহৃত একটি মুঠোফোন হাতে পান। এতেই তিনি মাহিমের সেলফি দেখতে পান।
ফেসবুকে বন্দুক নিয়ে আত্মহত্যা করার মত করে ছবি তুলতে গিয়ে ২১ বছর বয়সী অস্কার ওটারো এজুলার পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় এবং সে সাথে সাথে মারা যায়।
খাড়া বাঁধ এর প্রান্তে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই দম্পতি ভারসাম্য হারিয়ে নীচে পড়ে মৃত্যুবরন করেন।
কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু
বরগুনার তালতলীর ট্যাড়াগিরি ইকোপার্কে কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দর্শনার্থী আসাদুজ্জামান রনি প্রাণ হারায়। কুমির তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।
এরকম বেশ অনেক ছবিই আছে সাইকো সেলফি যা তুলতে গিয়ে প্রান হারিয়েছেন অনেকেই।।
কিছু দুঃসাহসিক সেলফি
দক্ষিণ আফ্রিকায় নির্ভীক ডুবুরি অ্যারন জেওস্কি হাঙরের সঙ্গে সাঁতার কেটে বিপজ্জনক সেলফিটি তুলেছেন। অল্পের জন্য বেঁচে গেছেন!!
পেছনেই আগ্নেয়গিরির ফুটন্ত লাভা। মুহূর্তের ভুলে পা হড়কে যেতে পারে সেই লাভাস্রোতে। সেই অবস্থায় সেলফি তুলেছেন অভিযাত্রী হিক হ্যালিক্স।
চেক প্রজাতন্ত্রের এক পাইলটের তোলা সেলফি এবং নরওয়ের একটি যুদ্ধবিমানের পাইলটের সেলফি।
তুরস্কের ইস্তানবুলে নির্মানাধীন ১১৫০ ফুট উচু সেতুর চূড়ায় উঠে সেলফি তুলেছেন পাভেল স্মিরনভ এবং অজকান ইপার নামক দুই তরুণ।
সবশেষে কিছু অসুস্থ মানসিকতার সেলফি।।
বড় ভাই ছোট বোনের মৃত্যুর পর তার কবর খননের মুহূর্ত ধরে রেখেছেন সেলফি তুলে।
দাদার লাশের সঙ্গে ভেংচি কেটে সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট করেন এই সৌদি কিশোর।
ইনারা কি মনে করে এইভাবে দাঁড়াইয়া পোজ দিয়া ছবি তুলছেন কিছুতেই মাথায় আসেনা।
সবশেষে একটাই কথা বলবো সেলফি নিয়ে, ভার্চুয়াল লাইফ নিয়ে, মাত্রাতিরিক্ত আসক্তি যেন কাউকে গ্রাস না করে ফেলে সেই কামনা রইলো। ভালো থাকুন সবাই
তত্ত্বসূত্র এবং ছবি সংগ্রহ ঃ ইন্টারনেট।।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৬