একদিন ইচ্ছে করলো আমি শততম পোস্ট দেই, সেদিন আমি খুব ভাবলাম প্রতিদিন অন্তত একটা পোস্ট করবো।
তখন আমার পোস্ট সংখ্যা ২১ ছিলো, তারপর এরকম বেশ কদিন ভেবেছি। সেই বছরখানেক লেগেই গেলো শততম পোস্ট দিতে।
এখানে আমার পোষ্টে প্রথম যে কমেন্ট করেছিলো সে ছিল লেখোয়াড় , সে আমায় ব্লগে স্বাগতম জানিয়ে কমেন্ট করেছিলো। আমি কৃতজ্ঞ।
তারপর অনেক অনেকজন প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনুপ্রেরনা দিচ্ছে দিয়ে আসছে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।
এভাবেই পাশে থাকুন সবসময়।।
যারা পাশে ছিলেন আছেন তারা হল----
বৃষ্টি পড়ে টাপুর টুপুর , প্রামানিক, রিয়াজ উল ইসলাম, বুলবুল আবু সুফিয়ান ,কান্ডারি অথর্ব,ফেলুদার তোপসে , বিদ্রোহী ভৃগু, ফেরদৌসা রুহী, সুমন কর , সাহসী সন্তান , নিশি মানব, রক্তিম দিগন্ত, গিয়াস উদ্দিন লিটন , আহমেদ জী এস, মুহাম্মদ জহিরুল ইসলাম, রেজওয়ানা আলী তনিমা , কামরুন নাহার বীথি , দিশেহারা রাজপুত্র , মাহবুবুল আজাদ, ভ্রমরের ডানা, রুদ্র জাহেদ, রূপক বিধৌত সাধু, আরজু পনি, মাহমুদুর রহমান সুজন, অন্তু নীল , রাফা, রুদ্র জাহেদ , মনিরা সুলতানা, আবু শাকিল, সকাল রয় , সাদা মনের মানুষ, নীলসাধু, শ্রাবণধারা, মোস্তফা সোহেল, বিলিয়ার রহমান, ধ্রুবক আলো , কাজী ফাতেমা ছবি, পুলহ , শায়মা, খায়রুল আহসান, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, ক্লে ডল , শাহরিয়ার কবীর, নাঈম জাহাঙ্গীর নয়ন, জুন , এডওয়ার্ড মায়া , অতঃপর হৃদয়, আমি ইহতিব , রাতু০১, মানবী, টারজান০০০০৭, কানিজ ফাতেমা, সামিউল ইসলাম বাবু , কানিজ রিনা, জেন রসি, গেম চেঞ্জার, উম্মে সায়মা, ডঃ এম এ আলী , আহা রুবন, ইখতামিন, হাতুড়ে লেখক , নাগরিক কবি, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), বিজন রয়, নাঈম জাহাঙ্গীর নয়ন, বোকা মানুষ বলতে চায়, ফরিদ আহমদ চৌধুরী, সামু পাগলা০০৭ , মোটা ফ্রেমের চশমা, নীলপরি, চাঁদগাজী, নাদিম আহসান তুহিন , স্বপ্নের_ফেরিওয়ালা, ওমেরা সহ আরও অনেকে।।
শততম পোষ্টে অনেক কিছু বলার ছিল, বলা হলনা, ইচ্ছে হচ্ছে কেউ আমি যা বলতে চাই টাইপ করে দিক,
আমাকে কিছু জিজ্ঞেস না করে।
এখানে আসাটা সম্পর্কে একটু বলি একদিন একজন আমায় বলল আপনি বাংলাদেশের কোন ব্লগে লিখেন??
আমিতো শুধু দেশের বাইরের ব্লগগুলোতে লিখতাম, আর এফবি পেইজ নিয়ে মগ্ন আর একটা অনলাইন পত্রিকা ছিল! তার জিজ্ঞেস করার উত্তরে বিডি ব্লগের নাম বলা জরুরী যেখানে আমি লিখি সেই ভেবে তাকে বললাম জাস্ট অ্যা মিনিট বলছি,(আমি তো আবার মিথ্যে বলতে পারিনা তাই...।।
গুগলে ঢুকলাম, বিডি ব্লগ লিখে সার্চ দিলাম সামহোয়্যারইনব্লগ সবার প্রথমে এলো, ঢুকলাম, সাইন আপ করলাম, একটা পোস্ট দিলাম, তারপর সেই লোককে বললাম আমি সামহোয়্যারইন ব্লগে লিখি...
সামহোয়্যারইন ব্লগ এখন অন্য সব সাইট থেকে আমার বেশি প্রিয়। ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ টিম। ধন্যবাদ জিনিয়াস জানা আপুকে এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য, ধন্যবাদ কাল্পনিক ভালোবাসাকে, আমি আর কোন এডমিন কে চিনিনা!!
আজকের বৃষ্টির কিছু ছবি তুলেছি ছবি গুলো উৎসর্গ করছি সমস্ত সহ ব্লগারদের।ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রিয় সকল।
এইমাত্রই তুলেছি ছবিটা। আমার ঠিক পেছনের জানালা দিয়ে, বৃষ্টি কমে গেছে।
এই ছবিগুলো খিলখেত বিশ্বরোড ক্রস করার সময় তুলেছি , তখন ঝুম বৃষ্টি হচ্ছিলো।
সবাইকে বর্ষার শুভেচ্ছা আবারো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৩