গত পহেলা বৈশাখে প্রচুর রোদ ছিল গরম ছিল তাপমাত্রা অতিরিক্ত বেশি ছিল। এটা অবশ্য প্রতি পহেলা বৈশাখের বৈশিষ্ট্য। এসবের ভেতর আমি একটু রমনা পার্ক একটু সোহরাওয়ার্দী উদ্যান হয়ে টি,এস ,সিতে ঢু মেরে এসেছিলাম। দেখতে দেখতে পুরা এক বছর চলে গেলো! আবার নতুন বৈশাখ এলো !! পুরনো ছবি দেখতে দেখতে মনে হল এই তো সেদিন! আমি অবাক!!
সোহরাওয়ার্দী উদ্যানের একটা এন্ট্রি গেটের ছবি। ঢোকার পথে বইমেলায় যেভাবে চেক মেক হয় সেইভাবেই হয়েছিলো।।
এই দৃশ্য ওই এরিয়ায় সারাবছর দেখা যায়।কিন্তু এটা বৈশাখের দিন তুলেছিলাম।
ফুল দিয়ে বানানো মাথার তাজ। আমি প্রথম প্রথম খুব পড়তে পছন্দ করতাম, এখন সবাই সব সব সব মানুষজন এটা পড়ে, সবাই যেটা বেশি বেশি করে আমার তা করতে মাঝে মাঝে একদম পছন্দ হয়না।
এই ছাতা দুটির ছবি কোথায় তুলেছি মনে করতে পারছিনা, সম্ভবত রমনা। তখন বৃষ্টি ছিলনা, বৃষ্টি আমি এডিট সেডিট করে বসিয়ে দিয়েছি।
রমনায় তোলা
বাঙ্গালী ঐতিহ্য দোতারা
ইনি অপরিচিত একজন আমি উনার ছবি তুলছি বুঝতে পেরে পতাকা মাথায় নিয়ে পোজ দিয়েছেন।
সবাই উনাদের ছবি তুলতে পছন্দ করে,উনাদের কতদিন কত রকম অসংখ্য ছবি আমি তুলেছি!
ছোট শিশু বৈশাখে তার মায়ের হাত ধরে।
বৈশাখের ঢাকা
বৈশাখের ফেরিওয়ালা
সবশেষে চৈত্রের এই শেষ দিনে কুচ মিঠা হো যায়ে, ছবিটা মাত্রই তুললাম, ব্যাংক গুলো থেকে বৈশাখের বেশ শুভেচ্ছা টুভেচ্ছা পাঠাচ্ছে অফিসে।
আবারো সবশেষে আমার লেখা একটি কবিতা দিয়ে শেষ করছি।।
আমার জীবনে একটাই বৈশাখ ছিল
ঐ একটাই বৈশাখ
আমার সমস্ত জীবন।
প্রথম জেনেছি হায়
ভালোবাসা কারে কয়!
প্রথম অনুভব
পৃথিবী সুন্দর।।
ঐ একটা বৈশাখ ছিল
অপার্থিব কিছু।
বর্ণনা ভাষা কথোপকথন
ওই একটা বৈশাখ আঁকড়ে ধরে আছে।
ঐ একটা বৈশাখ
পথ যেন শেষ না হয় ভেবে
সে পাশে চিন্তিত আবেগে।
চোখ মুখ ভালো লাগা
ফ্লাইট মিস
রানওয়ে
দৌড়ে দৌড় দৌড়
সিকিউরিটি গার্ড
কি একটা দিন ছিল!
ঐ একটা দিনই ছিল
আমার সমস্ত জীবনে।
সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, ভালো কাটুক পহেলা বৈশাখ। ভালো কাটুক সবদিন।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১