সালাউদ্দিন শাহরিয়া
হঠাৎ করে মুচকি হাসো, হঠাৎ করে নিরব
হঠাৎ করে আমায় বলো, তুমি আমার সব।
মধ্য রাতে আকাশ দেখো, মধ্য রাতে জাগো
হাসি পায় আমার তখন, তুমি যখন রাগো।
আচ্ছা বলো, কবি তুমি এমন কেনো?
হঠাৎ করে খোদার সাথে করে বসো ভুল,
হঠাৎ করে খোদার প্রেমে থাকো মাশগুল।
প্রেমের সুখে ভাসতে থাকো আকাশ বাতাসে,
দুঃখে আবার অশ্রু ঝরাও মেঘের ক্যানভাসে।
আচ্ছা বলো, কবি তুমি এমন কেনো?
হঠাৎ করে রুখে দাঁড়াও কলম হাতে নিয়ে
হঠাৎ করে বিজয় আনো ভালোবাসা দিয়ে।
অনেক সময় রাজার পক্ষে দাও তুমি ভাষণ,
অনেক সময় ধ্বংস করো রাজার সিংহাসন।
আচ্ছা বলো, কবি তুমি এমন কেনো?
১. ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫৮ ০