আমাদের ধারনা, আমরা সভ্য জাতি। অথচ আজ আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। আমাদের কারো কারো ধারনা, তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগ মাধ্যমেই প্রতিবাদ জানানোর উত্তম মাধ্যম। আমি সে সব দলের সাথে একমত হতে পারলাম না। আজ মানুষ অন্যায়ের প্রতিবাদ করেনা, পাশে দাড়িয়ে অন্যায়ের ঘটনাকে ক্যামেরা বন্ধি করতেই বেশি ভালোবাসে। আজ যদিও যোগাযোগ মাধ্যমে কারনে কিছু প্রতিবাদ হয়েছে চোখে পরার মত, কিন্তু সেই প্রতিবাদ ফল প্রসু হয়নি। অথচ আমরা সরেজমিনের প্রতিবাদ গুলোর উপযুক্ত ফল পেয়েছি তা সচেতন লোকদের অজানা নয়।
আমরা কি সভ্য জাতির নামে পরোক্ষ ভাবে অসভ্য জাতিতে রূপ নিচ্ছিনা? আজ যদি সত্যিকারের সাহসি তরুন, অন্যায়ের প্রতিবাদি যুবক হতাম তাহলে হয়তোবা, খাদিজারা আরেকটু কম আহত হতো, পূজারা, ইশারা কম নির্যাতিত হতো।
....... তার পরও আমাদের ধারনা, " আমরা সভ্য জা..........!
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯