প্রিয় ছিল তোমার ঋতু হেমন্ত,
আরো ছিল প্রিয় শিউলি।
ওগো, গেথেছি মালা তোমার জন্য,
দিয়ে ফুল প্রিয় সেই শিউলি।
খালি পায়ে প্রভাতের সেই শিশির মারিয়ে,
মেঠো পথ দিয়ে তুমি যখন আসিতে।
আমার বাড়ির সেই উঠোন পেরিয়ে,
পুকুর পাড়ের সেই শিউলি তলাতে।
আমি দেখতাম তোমায়।
কত চেয়েছি, কথাবলতে তোমার সাথে।
কিন্তু......!
আজও সেই শিউলি ফুটে,
হেমন্তও আসে প্রকৃতিতে।
শুধু তুমি আসোনা, সেই শিউলি তলাতে।
ঘুমথেকে জেগে দেখিনা তোমাকে,
এখনো খুজি হেমন্তের সকালে।
এই হেমন্তে তুমি আসবে বলে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬