ঠিক করছি সামুতে আপাতত লেখা বন্ধ করব। অবশ্যই বিনা কারনে নয়। এর কিছু কারন আমার চোখে ধরা পড়েছে। যা আমি তুলে ধরব সবার জন্য। যদি সামু পোষ্টটি ডিলিট না করে।
প্রথম হলো গত ২৩শেজুন আমার একটা লেখা (আজ ১৭ই রমজান: ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস ও ঘটনা) সামু নির্বাচিততে দেওয়ার কয়েক ঘন্টা পর সেখান থেকে সরিয়ে দিয়েছে। কেন দিয়েছে তার কোন ব্যাখ্যা জানানো হয়নি। লেখাটি নির্বাচিত থেকে সরিয়ে দেওয়ার কোন যৌক্তিক কারন আমি খুজে পাইনি।
দ্বিতীয়ত সামুর নোটিশবোর্ড যদি গত দু-তিন মাস দেখি তাহেলে এক ধরনের চাপা অস্থিরাতা লক্ষ্য করা যায়। গত ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪০ নোটিশ বোর্ডের একটি পোষ্টে (আপডেটঃ বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগাররা অসুবিধায়।) যা লেখা হয় তার আংশিক এখানে তুলে ধরা হলো - সোমবার ১৬ই মে, বিটিআরসি থেকে জনাব তৌসিফ শাহরিয়ার আমাদের ফোন করে জানান যে, ১৯শে মে বৃহষ্পতিবার সকালে তাঁদের উর্ধতন কর্মকর্তা আমাদের সাথে একটি মিটিং এ বসতে চান (যা আমরা নিজেরাই গত কয়েকদিন চেয়ে আসছি)। প্রসঙ্গত তিনি বলেন, উচ্চ আদালত কয়েকটি নির্দিষ্ট পোস্টের URL গুলি ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন এবং বিটিআরসি এই URL গুলিই শুধুমাত্র ব্লক করতে নির্দেশ দিয়ে IIG কে একটি চিঠি দেয়। আজ, জনাব তৌসিফ আমাদের ফোনে জানান যে, আগামী কাল আমাদের সাথে মিটিংটি হচ্ছে না এবং পুনরায় সম্পূর্ণভাবে সামহোয়্যার ইন ব্লগ চালু করতে উচ্চ আদালতের নির্দেশ পেতে হবে।
এর কয়েকদিন পর পাসওয়ার্ড সমস্যা শুরু হলো। সেটা নিয়ে একটা পোষ্ট দেওয়া হলো। একই সাথে অনেকে ব্যান করা হলো অনেকে পাসওয়ার্ড খুজে না পেয়ে সমস্যায় পড়লেন। প্রশ্ন হলো হটাৎ পাসওয়ার্ড পরিবর্তন করা কেন প্রয়োজন হলো? আর উপরোক্ত সমস্যা (কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ ) কিভাবে সমাধান হলো? এসব কারনে আমার মনে একটি প্রশ্ন জাগে, সামহোয়্যার ইন ব্লগ কি স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে নাকি গ্রামীন ব্যাংক আর ইসলামী ব্যাংকের মত করে চলছে?
এর কয়েকদিন পর ব্লগারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নিয়ে আরেকটি পোষ্ট (সাম্প্রতিক সময়ে ব্লগের পরিবেশ অস্থিতিশীলকারী/বিনষ্টকারী ব্লগারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।) দেওয়া হয়। সেখানে যা লেখা হয় তার আংশিক এখানে তুলে ধরা হলো-
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, সুস্থ ব্লগীয় পরিবেশ বিনষ্ট করতে বেশ কিছু নিক থেকে ক্রমাগত ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ফ্লাডিং করা হচ্ছে। আমরা লক্ষ্য করে যাচ্ছি, আমাদের উন্মুক্ত রেজিষ্টেশন প্রক্রিয়া এবং তাৎক্ষনিক মন্তব্য করার ইতিবাচক সুযোগটির অপব্যবহার করে প্রতিমুহূর্তে নতুন নতুন নিক খুলে কেউ কেউ ব্লগের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে।
যদিও আমরা এক ব্যক্তির একাধিক নিক রেজিস্ট্রেশন সমর্থন করি কারণ অনেক ব্লগারই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন এবং বিভিন্ন বিষয়ে স্বতন্ত্র লেখার পারদর্শিতা প্রদর্শন করতে সক্ষম। কোন ব্যক্তি একাধিক নামে/নিকে বিভিন্ন আঙ্গিকে নিজেকে প্রকাশ/ প্রমাণ করতে পারার বিষয়টি অত্যন্ত ইতিবাচক এবং বিশেষ গুনের বলে আমরা বিবেচনা করি।
কিন্তু এই বক্তব্য সামু নিজে মানছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। এখনও অনেকে অনেক কুরুচিপূর্ন বক্তব্য দিচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে হয়নি।
এসব কারনে আসলে সামুর প্রতি উৎসাহ হারিয়ে ফেলছি...........অবশ্যই পরিবেশ কখনো স্বাভাবিক মনে হলে ফিরে আসবো।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬