শাশ্বত কল্যানী মাহে রমজান,
মোদের জীবনে এনেছো অমিয় ফরমান।
অমরাবতী হতে তোমার আগমন,
তাই তোমার স্পর্শে শুচিতায় ভরে উঠুক মোদের জীব্ন,
স্রস্টার কাছে মম নিবেদন।
ফজর,যোহর,আসর,মাগরিব আর এশা,
পাই যেন পঞ্চবারে আল কোরানের দিশা।
জিকির আসকার তাসবিহ তাহলীল,
দিনের শেষে ইফতার মাহফি্ল,
ত্রিশ দিনের সিয়াম সাধনা,
ত্রিভাগে প্রতি দশকে রহমত,মাগফিরাত আর নাজাতের গুণপনা,
সেহরী,ইফতার,তারাবিহ সহ সকল আরাধনা্,
কবুল কর গো মালিক তব তরে করি বন্দনা।
তোমার মাঝে রয়েছে পবিত্র রজনী,
লাইলাতুল কদর নামে আমরা জানি
লওহে মাহফুজ হতে পাক কালামের বানী,
হযরত মোহাম্মদ (সাঃ)উপর জীব্রাঈল (আঃ)আনি
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে অনেক সম্মান
বার বার ফিরে এসো মাহে রমজান।
শাশ্বত কল্যানী মাহে রমজান,
মোদের জীবনে এনেছো অমিয় ফরমান।
অমরাবতী হতে তোমার আগমন,
তাই তোমার স্পর্শে শুচিতায় ভরে উঠুক মোদের জীব্ন,
স্রস্টার কাছে মম নিবেদন।
ফজর,যোহর,আসর,মাগরিব আর এশা,
পাই যেন পঞ্চবারে আল কোরানের দিশা।
জিকির আসকার তাসবিহ তাহলীল,
দিনের শেষে ইফতার মাহফি্ল,
ত্রিশ দিনের সিয়াম সাধনা,
ত্রিভাগে প্রতি দশকে রহমত,মাগফিরাত আর নাজাতের গুণপনা,
সেহরী,ইফতার,তারাবিহ সহ সকল আরাধনা্,
কবুল কর গো মালিক তব তরে করি বন্দনা।
তোমার মাঝে রয়েছে পবিত্র রজনী,
লাইলাতুল কদর নামে আমরা জানি
লওহে মাহফুজ হতে পাক কালামের বানী,
হযরত মোহাম্মদ (সাঃ)উপর জীব্রাঈল (আঃ)আনি
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে অনেক সম্মান
বার বার ফিরে এসো মাহে রমজান।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:২১