ক্ষমতার দাপটে মত্ত তুমি,
নেশার ঘোরে কাঁপাও ভূমি।
স্রস্টার শ্রেষ্ঠ সৃস্টি মানব,
তবে কেন?আপন খেয়ালে সাজো দানব?
অন্যায়,হিংসা,ক্ষমতার অপব্যাবহার,করবে তোমায় গ্রাস,
কিসের এত অহমিকা হতেই হবে,যখন তোমায় লাশ।
ইতিহাস বলে কোন অহংকারী,পায়নি মানব হৃদয়ে ঠাই,
মাটির সাথে মিশে গেছে কোন চিহ্ন নাই।
মানুষ ছিল মোহাম্মদ(সাঃ),মানুষ ছিল যিশু,
মানুষ ছিল শ্রীকৃষ্ণ,মানুষ ছিল গৌতম বুদ্ধ
সবার কণ্ঠে ছিল প্রেমের অমিয় বানী,মানবতার জয়গান,
তাদের আদর্শ বুকে ধরো ,শীতল হবে প্রাণ।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৫,
২৯ মে ২০১৮
শেখ মঞ্জিল,ঢাকা
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২৮