চৈতালী এই রাতে,যখন লিখছি কবিতাখানি,
চাঁদের চন্দ্রিমা পাইনি আমি।
মনে হয়, অজস্র কাল পরে-
কবিতা লেখার বাসনা জাগিল এই প্রানে।
ঘুমহীন এক জোড়া চোখে,
পুবের আকাশ পা্নে,
চাতক পাখির মতন
ভোরের সূর্যোদয় দেখব বলে,
তিলোত্তমা এই নগরী এখন নিশ্চুপ।
ঘুমকাতুরে মানুষগুলো দিয়েছে ঘুমসাগরে ডুব
স্বপ্নবাজ মানুষগুলো স্বপ্ন দেখছে খুব
ভার্চুয়াল মানব-মানবী ভাসছে অন্তর্জালে
রোমাঞ্চ প্রিয় মানুষগুলো মেতেছে,আদিম সুখে।
আর আমি?
আমি রচনা করছি-
জীবনের যত সুখ-দুঃখ,হাসি-কান্না, স্মৃতি-গীতি, আবেগ অনূভূতির
সংমিশ্রিত এক অমর উপাখ্যান।
মো: সাখওয়াত হোসেন
রাত্রী ০২ টা
১৯ চৈত্র ১৪২০
ধানমন্ডি,ঢাকা
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬