আগেই বলে রাখি এটাই হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ইন্ডিয়ান মুভি। যেটা তামিলে নির্মিত। আর তামিল মুভি মানেই তো একশন আর একশন আর এটাও তার ব্যাতিক্রম নয়। সবচেয়ে ব্যয়বহুল মুভি বলে কথা। এখনো পর্যন্ত অনেকেই মনে করতেন ইন্ডিয়ান সবচেয়ে ব্যয়বহুল মুভি হচ্ছে " বাহুবালী " ও " বাহুবালী ২ " কিন্তু সবাইকে চমক লাগিয়ে দিলো এই " 2.0 " মুভি। বাহুবালীর মুভির দু'টা সিরিজে যা ব্যয় হয়েছে তা এই মুভির অগ্রীম টিকেট কাটার আয়েরও কম।
" বাহুবালী এবং বাহুবালী ২ " মুভিতে মোট ব্যয় হয়েছিলো 3,621,214,489 ( তিন'শ ষাট কোটি) ইন্ডিয়ান রুপি। আর যেখানে 2.0 মুভির এডভান্সড বুকিং হয়েছে 4,200,000,000 ( চারশো বিশ) ইন্ডিয়ান রুপি। আর মুভিটা বানাতে ব্যয় হয়েছে 5,430,000,000 ( পাঁচশো তেতাল্লিশ কোটি) ইন্ডিয়ান রুপি। আমি বুঝি না এতো রুপি কোন ব্যাংকে রাখবো? ওই দেশে কী আয়কর দেওয়া লাগে না?
২
" 2.0 " মুভিটির মূল চরিত্রে আছেন সুপারস্টার রাজনীকান্ত ( মুভির চরিত্রে: চিট্টি) , আকসায় কুমার ( ডাঃ রিচার্ড) ও এমি জ্যাকসন। সুপারস্টার রাজনীকান্তের মুভি বলে কথা একটু কাপাকাপি তো হবেই। আরো আছে আকসায় কুমার। কথা বলার কিচ্ছু নাই লাইনে দাড়ান কপাল ভালো হলে টিকেট পেয়েও যেতে পারেন। বিশ্বাস করুন এই মুভির টিকেট ব্লাকে আকাশ ছোঁয়া দামে ( আসল মূল্যের চেয়ে ২-৪ গুন বেশি এবং কী আরো বেশিও হতে পারে) বিক্রি হবে।
মজার ব্যাপার হলো মুভির শুটিং এর সময় সবার আগে যেতে হতো মুভির ভিলেন আকসায় কুমারকে। কারণ তার মেক আপ করতে সময় লাগতো ৬ ঘন্টার কাছাকাছি । এই মুভির এতো খরচের পিছনে এটাও একটা মূল কারণ। মূল খরচের জন্য দায়ী মেক আপ, ড্রেস, ইডিটিং ও থ্রিডি ভার্সন শুটিং। জ্বী হ্যাঁ এটাই ইন্ডিয়ান প্রথম মুভি যেখানে এইডি, চোর কে এবং টুডি ভার্সনের বদলে সরাসরি থ্রিডি ভার্সনেই ক্যাপচার করা হয়েছে এই মুভিটি। অন্যান্য মুভিগুলো যেখানে টুডি শুটিং করে ইডিট করে থ্রিডি করা হয় সেখানে এই মুভিতে বলিউডের মতো করে ডিরেক্ট থ্রিডিতে শুটিং করা হয়েছে। সুতরাং এই প্রথম কোন ইন্ডিয়ান মুভিতে পাবেন বলিউডের অনুভব ।
বাহুবালী মুভিটা ছিলো একটা এনিমেশন ভিত্তিক মুভি আর 2.0 হলো একটা সাইন্স ফিকশন ভিত্তিক মুভি। সাইন্স ফিকশন মুভি হলেও এই মুভিতে স্ক্রিপ্ট এতো কঠিন না। ' রোবট ' মুভিটা যেমন সর্বসাধারণ বুঝতে পেরেছিলো এই মুভিটাও আশা করা যায় সবাই খুব সহজেই বুঝবে। যেখানে বাহুবালী এনিমেশন মুভি হলেও কাহিনীটা বেশ কঠিন।
সব মিলিয়ে বলা যায় যে এই মুভিটা দর্শকে নিরাশ করবে না। খুব ভালো একটা মুভি হতে চলেছে এই 2.0 তা মুভি রিলিজের আগেই আন্দাজ করা যাচ্ছে। গুড লাক!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩