সামনের মাসে ( ডিসেম্বর ) জাতীয় নির্বাচন। সেটা সবাই জানে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণ সবাই। সবাই কম বেশি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কাকে ভোট দিবে! আজ ছিলো ( ১২ নভেম্বর ) আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। অনেক দূরদূরান্ত থেকে এসেছেন অনেক আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন ফর্ম পাওয়ার আশায়। ক্রিকেট ভক্ত কিংবা অনেক মানুষই জানেন যে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা এইবার আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম নিয়েছেন।
কিন্তু অনেকের এই সাধারণ বিষয়টা সহ্য হয় না। ফেসবুকে হাজারো মানুষ এই নিয়ে চিল্লানো শুরু করেছেন। ' মাশরাফি ভাই কেনো আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম নিলো? ' এটাই অধিকাংশ লোকের কথা। আরে ভাই সে আপনার পছন্দের দলের ফর্ম নেয়নি বলে আপনি কী এতো বড় একজন ক্রিকেটার দিকে এই সামান্য বিষয় নিয়ে আঙুল তুলতে পারেন? না পারেন না। কারণ এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার।
আওয়ামীলীগ আপনার পছন্দ না এটা আপনার সমস্যা এতে মাসরাফির কী দোষ। তাসকিনের বেবি হওয়ার পর যখন তাসকিন তার বেবিসহ একটা পিক তাসকিন তার পেজে পোষ্ট করে সেখানে চলে যায় চুলকানিওয়ালা রুগী। যেগুলো তারা তাদের চুলকানি শুরু করে দেয়। তাসকিনের প্রতি তো কোন সম্মান দেখায় না আর নিজের দেশকে বিদেশীদের কাছে করে ছোট সেই কথাগুলোর জন্য।
এখন সেইরকম একদল মানুষ শুরু করছে মাশরাফির বেলায়ও শুরু কিরেছে তাদের চিল্লানি । মাশরাফি তার ক্রিকেট ক্যারিয়ারে সর্বদা নিজ স্থান থেকে ছিলো সচেষ্ট ও নিষ্ঠাবান ব্যক্তি ও ক্রিকেটার। তিনি অনেকবার ভালো বোলিং ও ব্যাটিং করে জিতিয়েছে বাংলাদেশকে। প্রত্যেক ম্যাচ জেতানোর পর গণমাধ্যমে দেখা যেতো তার জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় সেগুলো কী অন্যের পোস্ট কপি করা ছিলো নাকি লোক দেখানো ভদ্রতা? যে ব্যক্তির হাটুতে ৭-৯ বার অস্ত্রপচার করার পরও ক্রিকেট খেলে বাংলাদেশকে জিতিয়েছেন তার জন্য এই আজ এটাই পাওনা ছিলো? হায়রে বাঙ্গালী!
রাজনীতি কী আসলেই নোংরা কিছু নাকি যে রাজনীতিতে যায় সে নোংরা? আসলে এসব কিছুই না যে নোংরামি করবে সে সব জায়গায়ই করবে আর যে করবে না সে সব স্থানেই নিষ্ঠার সাথে থাকবে। রাজনীতি কে করেনি? বিশ্বের মহৎ ১০০ জন ব্যক্তিবর্গের নাম ও জীবনী দেখেন অধিকাংশই তার জীবনে রাজনীতি করেছেন। হ্যাঁ আমি রাজনীতির কথা বলছি দুর্নীতির কথা না। বিশ্বনবীও তার জীবনে কালে দেশ পরিচালনা করেছেন। কিন্তু তার করেছে রাজনীতি নাকিনা দুর্নীতি। কিছু কিছু মানুষের জন্য আপনি সবাইকে খারাপ বলতে পারেন না। সবাই এক না।
হয়তো মাশরাফি ভাইয়াই বদলাবে এই দেশকে। কারো বিরুদ্ধে কিছু বলার আগে অনেকবার ভাববেন কারণ কারো ব্যাপারে সমালোচনাও এক ধরণের অপরাধ। একজন সম্মানীয় ব্যক্তিকে সম্মান করতে শিখুন। হয়তো আপনার পছন্দের দলের মনোনয়ন পত্র নিলে আপনি এই কথা বলতেন না কারণ সেটা আপনার পছন্দের দল। আর দল কোন কিছু বহন করে না বহন যা করে তাহলো নেত্রীত্ব। দু'একজন লোকের জন্য আপনি কোন দলকে ও দলের সবাইকে খারাপ বলতে পারেন না।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭