আমি সত্যিই খুব লজ্জিত এমন একটা ছবি পোষ্ট করার জন্য তবে আমাদের সন্তানদের নিরাপদ রাখতে আমাদের সতর্ক হতেই হবে।
ছোট বাচ্চা দেখলে আমি খুব আদর করি, গাড়িতে হোক কিংবা রাস্তায় পথে পথে। ছোট বাচ্চা দেখলেই আমি মাষ্ট নাকটা টেনে দিব, নয়তো হাসানোর চেষ্টা করবো। কিন্তু এ সব দেখার পর আমার নিজের ই ঘৃণা লাগতেছে। কোন দিন আবার বাচ্চার মা বলে বসে, প্লিজ আমার বাচ্চাকে ছুঁবেন না :'( সত্যিই তো কেন ছুঁতে দিবেন, যেখানে দাদুর বয়সী জানোয়ার এমন কাজ করতে পারে, বাকিরা তো কিছুই না ছবিতে দেখুন, বাচ্চা বলেন, মেয়ে বলেন, কোথায় নিরাপদ তারা
নারীরা কোথাও আজ নিরাপদ নয়। ছয় মাসের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধাও বাদ যাচ্ছে না কুলাঙ্গার গুলার হাত হতে। ৫ বছরের শিশুটা ধর্ষিতা হয়, যে শিশু ছেলে টি তার ফুটবল কোচ দ্বারা ধর্ষিত হয়ে খুন হয়, যে হিজাবী শান্ত সৌম্য মেয়েটি ধর্ষিতা হয়, খুন হয়, যে শিশুর ধর্ষিতা হবার মত ও ক্ষমতা নাই বলে মসজিদের হুজুর যোনি ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে, যে ছেলে শিশুর পায়ু পথ ব্যবহারে উদ্দত হয় তার গৃহ শিক্ষক, যে পিতা তার ঔরসজাত সন্তানের পায়জামার ফিতা খুলে রাতের অন্ধকারে এই সব ক্ষেত্রে কি বলবা?
কি শুনতে খুব অশ্লীল লাগছে? এইসব চোখে পড়ে না! নারীর দোষ খোঁজ খালি? আরে পোশাকে নয় রে পাগলা দোষ হল মন-মানসিকতায়, তোদের চিন্তা-চেতনায়।
আসলে মূলত মেয়ে হয়ে জন্মানোটাই ভুল ছিল মেয়েদের ধর্ষক ধর্ষক ই, তার কোন জাত পাত, ধর্ম, সম্পর্ক, কন্যা শিশু, পুত্র শিশু কিচ্ছু নাই। কোন কথা শুনতে চাই না, ধর্ষকের বিচার হোক, এবং সেটা আইনের সর্বোচ্চ বিচার
এটা দ্রুভ সত্যে যে প্রতিটা মেয়ে কম বেশি, কোন না কোন ভাবে যৌন হয়রানীর স্বীকার হয়ে থাকে, তাঁর আপনজনদের কাছ হতে। তাই এ ব্যাপারে পূর্ণ সতর্ক থাকতে হবে বাবা-মা কে। আর ছোট বেলা হতে শিশুদের সচেতন করতে হবে, কোনটা আদর, আর কোনটা নোংরামি। শেখাতে হবে, কেউ যদি নোংরামি করে, সোজা যেন বাসায় এসে বলে দেয়। তারপর পরিবার ব্যবস্থা নিবে। সোজা কথায় যৌন শিক্ষা যেটা বিদেশে ছোট বেলা হতে দেওয়া হয় সবাইকেঘ
শিশুদের যৌন হয়রানির বিষয়টি বোঝানো এখন সময় হয়ে গেছে।
আশা করি আমরা সকলে মিলে একটি নারী ও শিশুবান্ধব নিরাপদ পরিবেশ তৈরি করবো।
কারণ #আজকের_শিশু_আগামীর_ভবিষ্যৎ আর
#আজকের_নারী_আগামীর_জন্মদাত্রী।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩