somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সায়েমুজজ্জামান
চেতনায় মুক্তিযোদ্ধা

নিয়োগের বয়স কেন ৩৫ নয়

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি চাকরিতে নিয়োগের সর্বশেষ বয়স ৩৫ করার দাবীতে আন্দোলন চলছে। আমি ব্যক্তিগতভাবে যে কোনো আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এই আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ করা হলে কী হতে পারে তার কিছু বাস্তবতা তুলে ধরছি। আশা করছি নীতি নির্ধারকরা এবং দেশবাসী এটি বিবেচনা করবেন। এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। কেউ খণ্ডন করলে তা মাথা পেতে মেনে নেবো।

একঃ বর্তমানে চাকরির আবেদনের বয়স সীমা ৩০ বছর। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। বিগত ২০২২ সালের ১ নভেম্বর ৪০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালায়। এই নিয়োগে দরখাস্ত আহবান থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত সময় লাগে চার বছর দুই মাস। অন্যান্য বিসিএসে আরো বেশি সময় লেগেছে। যে ব্যক্তি তার সার্টিফিকেটের বয়সের শেষ সীমায় অর্থাৎ ৩০ বছর বয়সে আবেদন করেছিল যোগদানের সময় তার বয়স ৩৪ বা ৩৫ এর আশপাশে ছিল। বাস্তবের বয়স আরো দুই চার বছর বেশি হতে পারে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হলে তিনি চল্লিশ বছর বয়সে সরকারি চাকরিতে যোগদান করবেন।

দুইঃ এদেশে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদেরই সরকারি চাকরিতে আগ্রহ বেশি। অনেকেই বর্তমানে সরকারি চাকরির জন্য ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করে। সরকারি চাকরি না হলে বেসরকারি চাকরি বা ব্যবসা শুরু করে। এখন এই বয়সটা ৩৫ করা হলে বেশিরভাগ সরকারি চাকরির জন্য ৩৫ পর্যন্ত অপেক্ষা করবেন। এদের শেষ পর্যন্ত সরকারি চাকরি না হলে ৪০ বছর বয়সে গিয়ে কী করবেন! ৪০ বছর বয়সি কোন প্রার্থিকে কেউ কী বেসরকারি চাকরিতে নিয়োগ দেবে! চল্লিশ বছরে তো তারুন্যের জীবন শেষ হয়ে যায়। এ বয়সে কী তারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন!

তিনঃ ধরি ৩৫ বছরে আবেদন করে ৪০ বছরে চাকরি হলো। তার পুলিশ আনসার ক্যাডারে চাকরি হলো। তারা এ বয়সে কীভাবে প্রশিক্ষণ গ্রহণ করবেন! অন্যন্য ক্যাডারকেও বিপিএটিসিতে ছয় মাসের ফাউন্ডেশন প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। এসব প্রশিক্ষণ অনেক কঠোর। চল্লিশ বছর বয়সি একজন কীভাবে এই রিগোরাস প্রশিক্ষণ গ্রহণ করবেন। তাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। প্রশিক্ষণ ছাড়া বা সিকি প্রশিক্ষণ নিয়ে কী তারা চাকরি করবেন!

চারঃ সরকারি চাকরিজীবীদের বেশিরভাগের চাকরিতেই চেয়ার টেবিলে সারাদিন বসে থেকে কাজ করতে হয়। অল্পবয়সে চাকরি হলে তারা কিছুদিন সেবা দিতে পারেন। বয়স চল্লিশ হয়ে গেলেই রোগ ব্যধি শুরু হয়। নিজে ও ব্যাচমেটদের অভিজ্ঞাতা থেকে বলছি। আমাদের ব্যাচের যাদের বয়স চল্লিশ পার হয়েছে এদের মধ্যে এমন একজনকেও পাওয়া যাবেনা যিনি পুরাপুরি সুস্থ। অনেকের ওষুধ নিত্যসঙ্গী। দেশবাসি ভেবে দেখেছেন কী. এ বয়সি একজন সেবাদাতার কাছ থেকে কতটুকু সেবা পাওয়ার প্রত্যাশা করা যায়!

পাচঃ চাকরিই জীবন না। মানুষের সামাজিক জীবন রয়েছে। এদেশের সামাজিক প্রথা হলো চাকরির পর বিয়ে করে। ঘর সংসার শুরু করে। এখন সবার বিয়ে করতে করতে বয়স ত্রিশ থেকে পয়ত্রিশ হয়ে যায়। সরকারি চাকরির জন্য অপেক্ষায় থাকলে তাদের বিয়ে করা হবেনা। করলেও লেট ম্যারেজ হবে। তারা সংসার করবে কখন!

ছয়ঃ সরকারি চাকরিতে অনেক আইন কানুন বিধি বিধান অনুযায়ী কাজ করতে হয়। বলা হয়, সারা জীবন যা পড়া হয়; তার কয়েকগুণ চাকরি পাওয়ার পর পড়তে হয়। চল্লিশ বছরের একজনের পড়ালেখা কীভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে! পরে না জেনে উল্টাপাল্টা কাজ করতে গিয়ে নিজে চাকরিও খোয়াতে হবে। জনগণের ভোগান্তিও বাড়াবে!

সাতঃ চাকরিতে গ্রুমিং বলে একটা বিষয় আছে। সামরিক বাহিনীতে কম বয়সীদের নিয়োগ দেয়ার কারণগুলোর মধ্যে একটি হলো তাকে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করা যায়। বেসামরিক চাকরিতেও গ্রুমিংয়ের বিষয় আছে। চল্লিশ বছর বয়সে তাকে গ্রুমিং করার সুযোগ থাকবে কী! চল্লিশ বছর বয়সে তাকে নতুন কিছুতে অভ্যস্থ করানো খুব কঠিন হবে। বেশি বয়সিরা চাকরিতে আসলে বেসামরিক প্রশাসনের শৃঙ্খলার চেইনটা ভেঙ্গে যাবে।

আটঃ সরকারি চাকরিতে এসে ক্যাডার অফিসারদের অনেকেই উচ্চ শিক্ষা গ্রহণ করেন। একটা নির্দিষ্ট মেয়াদে চাকরি করলেই কেবল তাকে উচ্চশিক্ষার সুযোগ দেয়া হয়। ৪০ বছরে চাকরিতে এসে সেই মেয়াদ পূরণ করার পর বিদেশের কোনো ইউনিভার্সিটি তাকে উচ্চ শিক্ষার সুযোগ দেবে কী! এতে ক্যাডার সার্ভিসের মান কমবে।

নয়ঃ বয়সসীমা বাড়ানো হলে ৩০ বছরের বেশি বয়সীরা সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাবেন। তবে একই সঙ্গে ৩০ বছরের কম বয়সী চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে। কারণ তারা চাকরির জন্য প্রম্তুতির সময় কম পাবে। তাদের মধ্যে ধারণা জন্মাতে পারে যারা বেশি সময় পেয়েছে তারা বেশি প্রস্তুতি নিয়েছে।

দশঃ বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট নেই। শিক্ষার্থীরা সাধারণত ১৬ বছরে এসএসসি ও ২৩-২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হওয়ায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও চাকরিতে আবেদনের জন্য তাঁরা অন্তত ছয়-সাত বছর সময় পান। এর চেয়ে বেশি সময় দেয়াটা তারুন্যের বিরাট অপচয় হবে। সরকারি চাকরিই সব কিছু না। অনেকে যাদের গেজেট হয়নি তারা এতটাই সুপ্রতিষ্ঠিত হয়েছেন যে ছাত্র জনতার বিপ্লবের পরে সুযোগ পেয়েও সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না। এর মানে বিসিএস চাকরির যোগ্যতা থাকা ব্যক্তিরা চল্লিশ বছর বয়সে অন্য পেশায় পুরাপুরি সফল। সফলতা সবখানেই হতে পারে।

এগারোঃ চাকরিপ্রাপ্তদের তথ্য গবেষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেখতে পেয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন স্তরে উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও লিঙ্গভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী ২৩-২৫ বয়সী সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ৩৭.৬৮ ভাগ। ২৯ বা তদূর্ধ্ব বয়সী সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা মাত্র ১.৭১ ভাগ। এ কারণে বয়স ৩০ এর বেশি করা হলে অনেকের জীবন সরকারি চাকরির স্বপ্নে শেষ হয়ে যেতে পারে।

বারোঃ কারো বেশি বছর বয়সে চাকরি হলে তার শেষ জীবনে হতাশাই দেখেছি। কারণ অবসরের বয়স নির্ধারিত। এ কারণে সবার আগে তিনি অবসরে চলে যান। যোগ্যতা থাকার পরেও চাকরিজীবনের শীর্ষপদে আর ওঠা হয়না। অথচ তার ব্যাচমেট বয়সে কম হওয়ার কারণে শীর্ষপদে চাকরির সুযোগ পান। এটা যে কতবড় দুঃখবোধের জন্ম দেয় তা ভুক্তভোগীরাই বুঝতে পারেন। এই হতাশার জীবনে কেন আসবেন! চাকরিতে অবসরের বয়স বাড়ানো হলে এ সমস্যার সমাধান হতে পারে। তবে এতে চাকরিতে নিয়োগ থেমে যাবে।

এক ডজন বাস্তবতা তুলে ধরলাম। আরো বহু কথা বলা যেতো। পরিশেষে যারা আন্দোলন করছেন দোহাই লাগে আপনাদের! দেশের প্রশাসন ব্যবস্থার ক্ষতি করবেন না। চাকরিতে নিয়োগের বয়স ৩৫ হলে প্রশাসনে বড় ধরণের সর্বনাশ হয়ে যাবে। তরুনদের জীবনেও সর্বনাশা হতাশা নেমে আসবে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ

লিখেছেন শাহ আজিজ, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪



বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন

তোমার বিহনে কাটে না দিন

লিখেছেন মায়াস্পর্শ, ০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩



অবস্থানের সাথে মন আমার ব্যাস্তানুপাতিক,
বলে যাই যত দূরে ততো কাছের অপ্রতিষ্ঠিত সমীকরণ।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার প্রতিটি চুল গুনে গুনে
মোট সংখ্যা নির্ণয় করা।
তোমাকে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

ছবি কখনো কখনো কিছু ইঙ্গিত দেয়!

লিখেছেন ডার্ক ম্যান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭



গতকাল ভারতীয় সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধান এর ভার্চুয়ালি কথা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসায়াল এক্স পোস্টে এই ছবি পোস্ট করে জানিয়েছে।

ভারতীয় সেনাপ্রধানের পিছনে একটা ছবি ছিল ১৯৭১ সালের... ...বাকিটুকু পড়ুন

প্রথম আলু

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯



লতিফপুরের মতি পাগল
সকালবেলা উঠে
পৌঁছে গেল বাঁশবাগানে
বদনা নিয়ে ছুটে



ঘাঁড় গুঁজে সে আড় চোখেতে
নিচ্ছিল কাজ সেরে
পাশের বাড়ির লালু বলদ
হঠাৎ এলো তেড়ে




লাল বদনা দেখে লালুর
মেজাজ গেল চড়ে।
আসলো ছুটে যেমন পুলিশ
জঙ্গী দমন করে!





মতির... ...বাকিটুকু পড়ুন

×