কতোবার পোড়া মনকে বুঝাই সে আমার কিছু নয়
সব মরীচিকা আলেয়ার মতো তবু শংকা; তবু ভয়৷
তৃষ্ণার জলের মতো তাকে অনুভব করি তটস্থ হয়ে
আমি এফোঁড় ওফোঁড় পড়ে থাকি সময়ে অসময়ে৷
তার কাছে হেরে যাবার ভয়ে হেরে বসে আছি কবে
জলজ ছায়ার মতো একইসাথে মিলেমিশে নীরবে৷
কতোবার তাকে ভুলে যেতে চেয়েছি নিজের মতো
বলেছি সে আমার কিছু নয় বিধে থাকা মনের ক্ষত৷
টিকে আছে অভায়ারণ্যে মনের গহীনে বনের ছায়া
দিনের শেষে নিভু নিভু সাজের আলো মাখা মায়া৷
আমার ভেতরে হাজারো প্রশ্নের উত্তর দিয়েছে সব
কেন তাকে ভুলতে পারিনা কেন করে যাই অনুভব৷
এতোবার নিজেকে বুঝাই সে এসেছে হারিয়ে যেতে
চাঁদের মতো প্রতিদিন জোয়ার-ভাটা উৎসবে মেতে-
যে চলে যায় সে কখনোই কারো আপন হয়না বলে
কতো কবিতা লেখা হয় দিশেহারা শব্দের কোলাহলে
সে আমার অস্তিত্ত্ব এতোবার এভাবে নিজেকে বলি
প্রতিবার হাত বাড়াই ধরি তারপরে দেই জলাঞ্জলি৷
এই সময়ে এই আমি এই ছিল আমার ভাগ্যে লেখা
তার ভেতর দিয়ে যেতে যেতে অনেক কিছুই শেখা৷
প্রতিদিন কবিতার ফেরারি শব্দ খুঁজি নিজের মাঝে
আমার আমিকে হারিয়েছি তার দেয়া কারুকাজে৷
আমার ভেতরের ভাঙ্গনের শব্দে জেগে থাকি ভয়ে
তাকে ভালোবেসে সব বিলিয়ে এভাবে যাচ্ছি ক্ষয়ে৷
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ দুপুর ২:১৬