এলাকায় এক বিয়ে বাড়িতে মহান! বরযাত্রীগণদের খাওয়ানোর দায়িত্ব পালন করলাম ।
বিয়ের বাড়িতে খাওয়াতে গিয়ে কিছু চিরচেনা চিরন্তর বাণী! শুনতে হয় । যেমন :
"ভাত নিয়ে বসে আছি সেই কতক্ষন থেকে ডাল দিবেন না নাকি ?!"
"এই যে ভাই তরকারি দিতে গিয়ে কারো পাতে (প্লেটে) চামচ ঠেকাবেন না খবরদার !"
"সালাদ তো দিলেন না !"
"ধুর...এতবার মানা করলাম তারপরেও ঝোল দিলেন, খাওয়াটাই নষ্ট !"
"দিলেন তো ঝোল ভরিয়ে একটু দেখেশুনে কাজ করবেন না !"
"এতবার মাংস চাওয়া লাগে, এভাবে খাওয়া যায় নাকি ?!"
"খাওয়াই শেষ হলো না আর এর মধ্যে দই-মিষ্টি দেয়া শুরু করলেন !"
এরকম আরও অনেক রকম কথাই শুনতে হয় । দাওয়াতির সবাই কিন্তু এসব বলে তা কিন্তু নয় । কয়েকজন "মিচকা শয়তান" থাকে যাদেরকে কোলে বসিয়ে মুখে তুলে খাওয়ায়ে দিলেও তাদের মন ভরবে না ।
সেসময় হাসিমুখে তাদের কটাক্ষগুলো মাথা পেতে নিতে হয়, হাজার হোক মেহমান মানুষ । কিন্তু মনে মনে ইচ্ছা করে ঐগুলারে তরকারীর ডেকচির মধ্যে ভরে চুলায় চড়াতে ।
(কমিউনিটি সেন্টার বা চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া) যারা খাওয়াচ্ছে তাদের কেউই একাজের পেশাদর নন । তাই ভুল ত্রুটি হতেই পারে । এসব একটু এড়িয়ে যাওয়াটাই ভাল । এতে করে নিজের এবং অপরের সম্মান বজায় থাকে ।
সামান্য একটু ধৈর্য্য ধরলেই হয় । খাবার পালিয়ে যাচ্ছে না । আমার নিজেরও এমন ভুল হয়ে যায় তবে খুব সাবধান থাকার চেষ্টা করি ।