ঢাকা শহরে আমি নতুন এসেছি।কয়েক মাস হবে আসলাম।ফার্মগেটের আনন্দ সিনেমা হলের একটু সামনের মোড়ে প্রস্টিটিউটরা দাঁড়িয়ে থাকে সন্ধ্যার সময়।এই তথ্যটা দিল আমার এক রুমমেট।সে আমাকে সাবধান করে দিয়ে বলল,"তুমি কিন্তু ভুল করেও ওখানে দাঁড়াবা না"। আমি বললাম,"ঠিক আছে"।
অফিস থেকে ফেরার পথে কিংবা কোন কাজে যদি ফার্মগেট যাই ফেরার পথে ঔই মোড়টা লক্ষ করি।যদিও মাঝে মাঝে দুএক জনকে দেখি বোরকা পড়ে দাঁড়িয়ে আছে।কিন্তু আমি নিশ্চিত না ওরা প্রস্টিটিউট কিনা।
প্রস্টিটিউটদের প্রতি আমার কৌতূহলের শেষ নেই।তাদের কোন একজনের সাথে কথা বলার ব্যাপক ইচ্ছা।কিন্তু এখনো সুযোগ হয় নি।যদি কখনো এমন কারো দেখা পাই জেনে নিব তাদের সুখ-দুঃখের গল্প,জীবন-যাপনের কথা,ছেলে-মেয়েদের সামাজিকভাবে লাঞ্চিত হওয়ার করুণ কাহিনী।
পতিতা বা বেশ্যা শব্দদ্বয় থেকে প্রস্টিটিউট শব্দটা অধিকতর সুন্দর।যারা যুগ যুগ ধরে পুরুষের আমোদ-প্রমোদের যোগান দিচ্ছে তাদের নামকরণটা আরও সুন্দর হওয়া উচিত ছিলো।অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হচ্ছে বলে ঐসব নারীদের পরিচয় তারা "পতিতা"।আর যেসব পুরুষ এই অর্থ দিচ্ছে তাদের কোন নামকরণ আছে কি?
শব্দ নির্বাচন, নামকরণের ক্ষেত্রে বাংলা ব্যকরণ পুরুষের ব্যাপারে কেন এত শিথিল আমি বুঝি না।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫