ছুটে চলে অবিরাম ঝড়ের গতিতে নীল বাস।সবার প্রিয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল বাস।রাতের বাসে জানালার পাশে বসা আর স্বর্গের দ্বারে বসে স্বর্গীয় সুধার প্রশান্তি অনুভব করা অভিন্ন নয়।রঙিন রংএর সমাহার পথে পথে।আলো আধাঁরির ফাঁকে রঙিন আলোর ঝলকানি।দূরে কোথাও বয়ে চলে করুণ বাঁশির সুর।ক্লান্ত দোকানির দীর্ঘ নিঃশ্বাস ঘরে ফেরার প্রতিক্ষা।সবজির দোকানে পড়ন্ত সময়ের ঝিমে যাওয়া নিস্তেজ সবজি।দোকানির অপেক্ষা এই বুঝি কেউ এলো।নিস্তেজ সবজি কে আর নিবে!!সবাই থাকে প্রাতঃকালের সবজির অপেক্ষায়।ফার্মেসীর হাতুড়ে অভিজ্ঞ ডাক্তারদের ব্যস্ততা।তাদের চোখ তুলে তাকাবার যেন ফুসরত নেই।এভাবেই বয়ে চলে নিরবধি মানুষের নিত্য নৈমিত্তিক জীবন।জীবনের প্রতি একঘেঁয়েমি আসে কিনা কে জানে!
জানালার পাশে বসে প্রকৃতির রাতের সৌন্দর্য্য আর মানুষের বৈচিত্র দেখেই কেটে যায় আমার রাতের নীল বাস জার্নি।রাতে প্রকৃতি অপরুপ সাজে সজ্জিত হয়।দেখে যেন তৃপ্তি মেটে না।
শূন্যে অন্ধকার স্থলভাগে বাহারি রংএর আলোর মেলা।আলো আধাঁর মিলেমিশে রহস্যময় সৌন্দর্য্যের আভাস দেয়।এ রহস্যময়তার পটভূমি প্রকৃতিকর্তাই ভালো জানেন।আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা শুধু উপভোগ করার।
কখনো কখনো ধেঁয়ে আসে হাসনাহেনা আর কামিনী ফুলের মোহনীয় সুঘ্রাণ।প্রকৃতির শীতলতার সাথে মিলেমিশে হয় একাকার।শীতল স্নিগ্ধ হাওয়া এসে আছড়ে পড়ে গায়ে।এই বুঝি বুক ভরে নিঃশ্বাস নেবার সময়।প্রকৃতির প্রশান্তিতে ভরে উঠবার সময়।তাহার বিশালতার কাছে সমর্পণ করার সময়।
চিরযৌবনা থাকুক সব নীল বাস।মুঠোয় মুঠোয় ভালবাসা দিলাম দুহাত ভরে।নিবে ত,না??
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২