জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন,
"ইনশাল্লাহ, এই চার নেতার হত্যার বিচার করবোই করবো। বিএনপি এই বিচার সঠিকভাবে পরিচালিত হতে দেয়নি।"
হাসিনা বলেছেন, ষড়যন্ত্রের কারণেই দেশে বিদ্যুৎ সঙ্কট হচ্ছে। এ জন্য প্রধান বিরোধী দলকে দুষছেন তিনি।
বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে তিনি আরো বলেন "নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। যখন রাতে মানুষ ঘুমায়, যখন বিদ্যুতের ব্যবহার হয় না; তখন কেন লোডশেডিং থাকে? বিরোধী দলকে ষড়যন্ত্র থেকে বিরত থাকতে বলবো।"
হাসিনা তার অন্যান্য বক্তব্যের মতো আবার দৃঢ়তার সঙ্গে বলেন, "আমরা কঠোরভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গীবাদের কোনো স্থান হবে না।"
"যেখানে অন্যায় সেখানেই প্রতিকারের পদক্ষেপ"
শেখ হাসিনা দাবি করেন, যেখানেই অন্যায়-অবিচার হচ্ছে, সরকার সেখানেই প্রতিকারের পদক্ষেপ দিচ্ছে। এ ক্ষেত্রে কে কোন্ দলের সমর্থক তা বিবেচনায় আনা হচ্ছে না।
"বাংলাদেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের ভোট দিয়েছে, দিন-রাত কাজ করে আমরা জনগণের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।"
শেখ হাসিনা বলেন, "প্রতিটি ঘরে খাদ্য পৌঁছে দেওয়া আমাদের নীতি। এজন্য আমরা কাজ করে যাচ্ছি।"
আমরা অতি সাধারণ জনগন, দেশের হাই প্রোফাইল নেতারা কি বলে কি বুঝাতে চান তা হয়ত আমরা এতটা বুঝতে পারিনা। কিন্তু দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কথাগুলো কতটুকু সত্য এবং যুক্তি সঙ্গত তা ভেবে দেখার বিষয়।
আমি হয়ত অতি সাধারণ বলেই এই বক্তব্য গুলো বাস্তবতার সাথে মিলাতে পারছিনা, কিন্তু যারা ঔ সভায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথার পর করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে উৎসাহিত করেছেন তারা তো অসাধারণ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৩