আমি প্রায় ভাবি ভাগ্য নিয়ে.........এটা আসলে কী?এটা কি হুট করে প্রাপ্তির বিষয় নাকি মানুষের ভবিষ্যত এর ইংগিত?মাঝে মাঝে এও ভাবি ভাগ্য কি কখনো কখনো আমার স্বপ্ন থেকে আসে........নাকি ভাগ্য স্বপ্ন দেখায়?
আমি জানি না উত্তর কি এসবের............ভাবতে আর চাইও না।
আমার এই কবিতা টা বেশ পুরোন.........আমার উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে লিখা.............বন্ধু এবং সকল পাঠক এর প্রতি এটাই কামনা যে কেমন লাগলো আর কি হলে ভাল হত জানাবেন।
অতৃপ্ত বেদনা
তোমাকে দুচোখ ভরে দেখব বলে
এতদিন এই সূধাভরা পৃথিবী দেখিনি,
আজ তুমি চলে গেলে
অদেখাই রয়ে গেল এ পৃথিবী।
তোমার কন্ঠ শুনব বলে
শুনি নাই চারদিকের কলতান,
আজ তুমি চলে গেলে
অশ্রুত রয়ে গেল সকল শব্দ।
তোমার গন্ধের মাদকতায় উদ্বেল হব বলে
এড়িয়ে গিয়েছি সকল সুবাস,
আজ তুমি চলে গেলে
গন্ধহীন রয়ে গেল আমার জগৎ।
তোমায় ভালবাসি বলব বলে
নিঃশব্দের মোড়কে মুড়েছি নিজেকে,
আজ তুমি চলে গেলে
অব্যক্তই রয়ে গেল সকল স্বপ্ন।
তোমার স্পর্শ পাব বলে
ছুইনি কোন সুন্দরতম ঐশ্বর্য,
আজ তুমি চলে গেলে
স্পর্শহীন জগতেই বসতি হল আমার।
আজন্ম সাধ ছিল তোমায় পাব
আজ তুমি নেই
অতৃপ্ত বাসনায়
আজ আমি অঙার।