(১)
কিছু কথা আর নীরব চোখের ভাষা
গোপনে সঙ্গী করে চলছি আমি একা
কমে যাচ্ছে কাছের মানুষের সংখ্যা
বুকের জমিন আস্তে আস্তে হচ্ছে ফাঁকা।
(২)
অভিমানের সাথে করছি বসবাস
কবিতা, তুমি ছুটে যাও
প্রেম ভরা কোন যুবকের বুকে
ভালোবাসার এক মহাকাব্য সে লিখবে
এই যান্ত্রিক যুগে।
(৩)
তবুও ভালো, জেনেছি তুমি আছো ভুলে
এখন রাত্রি নামে, অন্য কারো’র সুখে
অতিথি হয়ে এসেছিলাম আমি, নাকি তুমি !
সহজেই বদলে গেল, তোমার মনের ছবি।
(৪)
একদিন হারাবো
অজানা পথের প্রান্তে
শুধু তোমায় খুঁজে যাবো
ঠিকানা কিন্তু আমার জানা নেই
তাই বলে ভয় পেয় না, আমি পথিক
যদি আসে বন্ধুর পথ, করে নেবো সঠিক
তুমি বললেই, পথের সীমানায় ঝুলিয়ে দেবো
আমাদের এপিটাফ।
(৫)
অভিনয় আর অগত্য রাজি, এ দু'য়ে আছি
জীবন মানেই নির্মম, এ সত্য মানি।
(৬)
কত কথা বলি সারাক্ষণ
চিন্তায় ধরেছে নতুন পচন
পুরনো স্মৃতিগুলো লাগছে নতুন
এ যেন আমার স্ব-নির্বাসন।
........................♦...........................
অণুকাব্য:
❂ অণুকাব্য: দুই !
❂ অণুকাব্য: এক !
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৭