তুমি কি যাবে আমার সাথে
আমার গাঁয়ে,
আকাবাকাঁ মেঠো পথের কাদায়ঁ
ভিজবে তোমার নগ্ন পা।
তোমার পায়ের উল্কি আকাঁ হবে
আমার বাড়ির বারান্দায়।
তুমি কি আমার হাত ধরবে?
হাত ধরে পাড় হবে
বাশেঁর ভাঙ্গা সেতু।
বিকেল বেলা কি যাবে
ঐ পাশের নির্জন ঝিলে,
যেখানে হাজার রঙ্গের শাপলা আর পদ্ম ফুল ফোটে,
আমি তুলে এনে গুজেঁ দেব
তোমার চুলের খোপায়ঁ।
তুমি কি যাবে আমার সাথে
বৃস্টিস্নানে,
দুজনে মিলে ভিজব সারাবেলা,
জ্বর এলে গায়ে তোমার
সেবা করব জ্বর সেরে যাওয়া অবধি।
তুমি কি যাবে
কলসি কাখে নদীতে,
নুপুর পায়ে হাটঁবে
আর নদীর জল ভরে আনবে
আমার বাটিতে,
আমি মুগ্ধনেত্রে চেয়ে থাকব।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩