বিয়ের জীবনবৃত্তান্ত
নাম: মৃদুলামহি
পেশা: কবি ,পন্ডিত, জ্ঞান দেওয়া, বাউন্ডুলে ,ইন্টারনেট বিশারদ ও স্বপ্নবিদ ।
বাসা :বাবার বাসা
খাওয়া :ঋন করে খাওয়া
শখ: মনের মাঝে যাহা আসে তাই করা
বয়স: ৩০+ ।বিয়ের বয়স চলে যাচ্ছে ।তাই সবার হাহাকার ।
রক্তগ্রুপ: ০+ রেয়ার টাইপের ।
রাগ : খুব বেশী
ভাললাগা : বার বার চাকুরী ছেড়ে দিতে । মানে বেকার হতে ।
অভিজ্ঞতা : সিনিয়র মা্দ্রাসায় ১ বছর পন্ডিতি ।এশিয়ান পেইন্টস এ ১ দিন ।বার বার প্রেমে ছ্যাকা ।তবে একবার বিশাল আকারের ছ্যাকা খেয়ে কবি হয়ে বই প্রকাশ করা ।
গুন : খুব বাস্তববাদী মানুষ ।কখনো সিগারেট না খাওয়া ।কখনো কেলেংকারী না হওয়া ।
রোমান্টিকতা :মানুষ হিসেবে চরম রোমান্টিক ।সবসময় মুখে হাসি লেগে থাকে ।
ভয় : বিয়ের কথা শুনলে ভয় লাগে ।কারন দায়িত্ববোধ এসে যাবে ।নিজের অবাধ স্বাধীণতা থাকবে না।
আলসেমিতে বিশ্বচ্যাম্পিয়ান কেউ হলে আমি হতাম ।আলসেমিতে চরম মজা পাই ।
ধম :মুসলমান বলে খুব গর্বিত ।তবে পুরোপুরি ধম পালন করা হয়ে উঠে না ।
নিয়ম :নিয়ম ভাঙ্গতে পছন্দ করি ।অনিয়ম যেন আমার কাছে নিয়ম ।
উপসংহার :চরম যুক্তিবাদী মানুষ ।কুসংস্কার বিশ্বাস করি না ।ভাগ্যে খুব বিস্বাসী ।সকালে দিন থাকলে রাতে সকাল হয়ে যাই ।