তুমি চলে যাওয়ার পাঁচ বছর ফুর্তি হল
আমি বদলে যেতে পারি নি
যেমনটা থাকার কথা
ঠিক সেরকম আছি।
স্বপ্নবাজ, ফালতু আর কল্পিত জোৎন্সার খামখেয়ালি
রাত বিরাতে তোমার ফোনকলের অপেক্ষায়
থেকে থেকে ক্লান্ত ,হতাশ মনের আহুতি
আমার বিশেষ উন্নতি হয়নি
এখনো বাবার সেই পরিচিত হোটেলে খাওয়া হয়
মায়ের আনুকুল্যে পাওয়া খাটের বিছানায় শোওয়া হয়
আর আমার লোকসানি প্রজেক্টগুলো
আমাকে লোকসান দিচ্ছে।
শুনেছি তোমার অনেক উন্নতি হয়েছে ।
দুবছর পর হঠাৎ ফোন দিয়ে জানালে
কুমিল্লার গন্ডি ছেড়ে ঢাকা তে স্থিতু হয়েছ,
তোমার টোনাটোনি সংসারে নতুন অতিথি এসেছে,
খুব ভাল খবর ।।
তোমার মনের খবর তো আর জানি নে ।
আরো একটা বলতে ভুলে গেছি
তুমি চলে যাওয়ার পর ,
কবিতা ওআমায় ছেড়ে গেছে,
তুমি তো গেলে ,আমার কবিতা ও নিয়ে গেলে ।