চরম অমানবিকতা, নারকীয় ধ্বংসযজ্ঞ
ভালবাসাকে গলাটিপে হত্যা
যে মানবী করতে পারে,
তার বিরুদ্ধে তো আমি আর্ন্তজাতিক আদালতে
হত্যা মামলা করতে পারি ,
মানবাধিকারের চরম লঙ্ঘন ।
একটা মানুষকে একবারে না মেরে
খুঁচিয়ে খুঁচিয়ে তিলে তিলে মারা
বড় হত্যা নয় কি ?
নিরপরাধ মানুষটাকে শুধু ভালবাসার অপরাধে
দন্ডিত করে ,জীবনটাকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো
কতটা যুক্তিসংগত হে নারী ?
আমার হৃদয়ের বুকফাটা আর্তনাদ
তোমার কর্ণকুহরে প্রবেশ করল না ,
আমার টলটল চক্ষুজল
তোমার মন গলাতে পারল না ,
তুমি তো দেবী ছিলে না
তোমাকে ইতিহাসের অক্ষয় পাথর বলতে পারি ।
যে আমি তোমার পানে চাহিয়া
সক্রেটিসের মত বিষপান করতে পারি ,
যে আমি শুধু তোমার হাত ধরে
সারা পৃথিবী ত্যাগ করতে পারি,
সেই তুমি, সেই তুমি আমায়
আগ্নেয়গিরির জ্বলন্ত অগ্নিকুন্ডে ফেলে গেলে ।
তবে তো আমি নির্দ্বিধায় বলতে পারি
তোমার কখনো মন বলে কিছু ছিল না,
তুমি নারী ছিলে না ,
তুমি মানুষ ছিলে না ।