শোকের মাস হিসেবে আগষ্টকে পালন করে আওয়ামি লীগ। আবার ১৫আগষ্টের মর্মান্তিক ঘটনা ছাড়াও আমাদেরকে এই মাসে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, হুমায়ুন আজাদের মৃত্যু দেখতে হয়েছে। ১৭আগষ্ট আর ২১আগষ্ট যোগ করেছে নতুন মাত্রা। ৩১আগষ্টে প্রিন্সেস ডায়ানার আকস্মিক বিদায়ে হতবাক হয়েছিল গোটা বিশ্বই।
গাড়ি এগিয়ে চলছিল আর মনে মনে ভাবছিলাম অপ্রত্যাশিতভাবে এবার ব্যক্তিগত একটি শোক যোগ হলো আমার এই আগষ্টেই।
যাত্রাপথের মুন্সিগঞ্জের গ্রাম দেখে আমার অভিভূত হওয়ার জোগাড়। পথেই পড়লো রাঢ়িখাল, ফেরার পথে দেখলাম ডঃ হুমায়ুন আজাদের কবর আর জগদীশ চন্দ্র বসুর স্মৃতিময় অঙ্গন।



মনটা ভার হলেও কিছুই তো থেমে থাকেনা। তাই সবাইকে আগষ্টের শেষদিনে পাওয়া ঈদের শুভেচ্ছা জানাই!
শুভকামনা রইলো...