দু’টো প্রিয় কবিতা।শেয়ার করলাম,হয়তো ভাল লাগবে অনেকে
কাস্তে
দিনেশ দাস
বেয়নেট হ’ক যত ধারালো
কাস্তেটা ধার দিও বন্ধু!
শেল আর বম্ব হ’ক ভারা্লো
কাস্তেটা শান দিও বন্ধু!
বাকানো চাঁদের সাদা ফালিটি
তুমি বুঝি খুব ভালবাসতে?
চাঁদের শতক আজ নহে তো,
এ-যুগে চাঁদ হ’ল কাস্তে!
লোহা আর ইস্পাতে দুনিয়া
যারা কাল করেছিল পূণ,
কামানে কামানে ঠোকাঠুকিতে
আজ্জ নিজেরাই চুণ-বিচূ্ণ।
চূণ্ এ লোহার পৃথিবী
তোমাদের রক্ত-সমুদ্রে
ক্ষয়ীত গলিত হয় মাটিতে
মাটির……মাটির যুগ ঊরধে।
দিগন্ত মৃত্তিকা ঘনায়ে
আসে ওই,চেয়ে দেখ বন্ধু
কাস্তেটা রেখেছ কি শানিয়ে
এ-মাটির কাস্তেটা বন্ধু!
একটি সন্ধ্যা
অশোকবিজয় রাহা
বেতারে কার সেতার বাজে,বাংলা খবর শেষ,
শুনে শুনে পথ দিয়ে যাই,মনে সুরের রেশ,
মফসলের শহরতলি খানিকটা বন ঘেঁষা,
ঝোপে ঝাড়ে সন্ধ্যা নামে বুনো গন্ধে মেশা,
বাকের মোড়েই হঠাৎ আসে রাংগা মাটির টিলা,
ওর পিছনে উকি মারে পাহাড়টা একশিলা,
শেয়াল-ডাকা রাত্রি আসে যেই আসি ওর কাছে,
বাদুরগুলা ঝাপটা মারে কাক-ডুমুরের গাছে,
মাথার উপর ডাকল পেঁচা, চমকে উঠি-আরে!
আধখানা চাদঁ আটকে আছে টেলিগ্রাফের তারে!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭