তবে তাই হোক
তোকে আমি চিঠি নামেই ডাকবো,
সন্ধে-সকাল-ভরদুপুরে তোতেই কথা রাখবো,
তোর আকাশে ঘুমিয়ে যাবো, তোর ছোঁয়াতে জাগবো,
তোর অপেক্ষায় পথের পানে, উদাস চেয়ে থাকবো।
তবে তাই হোক,
তোকে আমি, চিঠি নামেই ডাকবো।
তোর কথারই সুর ভরা সব বৃষ্টি গায়ে মাখবো,
কষ্ট-বেদন, না পাওয়া রেশ তোর চোখেতে ঢাকবো,
তোর চরনে ছন্দ দেব, উজান প্রেমে ভাসবো।
তবে তাই হোক,
তোকে আমি চিঠি নামেই ডাকবো।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫