পক্ষান্তরে, একটা ব্যথাই সত্য হয়ে থাকে।
বিগত যৌবনের উল্লাসিত দিনগুলোর সুখ-
কেবল স্মৃতির পাতায় হিজিবিজি দাগ।
বিচ্ছেদ কিংবা মিলন- কোনটার মাহত্ত্ব প্রকটিত হয় না
বর্তমান জীবনের ছকবাঁধা প্রেষিত আত্মার কাছে।
বরং, কাগজ-কলম নিয়ে হিসেব-নিকেষ কষতে বসা মানুষটা জানে-
ডেবিট-ক্রেডিট শেষে ফলাফল শূন্যতেই ঘোরেফেরে।
পক্ষান্তরে, একটা ব্যথাই সত্য হয়ে থাকে।
নিয়তির অমোঘ ভবিতব্যে, মৃত্যুই মহান-
যেমন ঈশ্বর মহান তাঁর প্রেরিত স্তুতিতে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬