ক.
তুমি যখন আমায় যন্ত্রণা দাও
জেনে রেখো সেই যন্ত্রণার বীজ-
একদিন ফুল হয়ে ফুটবে,
সেই ফুলের গন্ধে বিমোহিত হবে তুমি। (২২/০৯/২০১১)
খ.
ভুলে যাওয়ার আছে সামর্থ্য
তবু ভুলবো না তোমাকে।
তোমাকে স্মরণ করে-
যে যন্ত্রণা পাই প্রতিনিয়ত
তাতে আছে ভিন্ন এক সুখ। (০১/১০/২০১১)
গ.
এক টুকরো বরফের মতো
আমি গলে যাই,
বহ্নিশিখার মতো
তোমার স্পর্শে। (১২/১০/২০১১)
ঘ.
চিরদিন আমি চাইলাম তুমি আনন্দে থাকো
আর তুমি চাইলে আমি যেন কষ্টে না পাই।
হায় ঈশ্বর! তুমি এত নিষ্ঠুর কেন?
কেন আমি-তুমির সাক্ষাৎ ঘটালে? (২২/১১/২০১১)
ঙ.
সময় পেরিয়ে যায়,
জীবন আপন স্রোতে বয়ে চলে-
শুধু, আশা
হায়, সে-ই থাকে বেঁধে
গলায় মাছের কাঁটার মতো সবার হৃদয়ে। (২৫/০৫/২০১২)
চ.
ভালোবাসা যন্ত্রণাময়।
একে ছাড়া বেঁচে থাকা কঠিন,
একে নিয়ে বেঁচে থাকাও কষ্টের।
মানুষের চিরন্তন জীবনে
ভালোবাসা- এক কঠিন যন্ত্রণা। (২১/০৮/২০১২)
ছ.
নীল নীল ব্যথা
হৃদয়ে আমার,
সবুজ প্রেমিকা তুমি
ভুলে যাও সাদা সাদা প্রেম। (২৩/০৯/২০১২)
জ.
অব্যক্ত কথাগুলো ব্যক্ত করেছি-
আমার নৈঃশব্দের রাতে। (০৭/০৩/২০১৩)
ঝ.
গর্জে উঠবার পর,
থেমে যাওয়া মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে। (০৭/০৩/২০১৩)
ঞ.
কবি, কবিতার বাণী নিয়ে চিন্তিত!
এদিকে চেয়ে দেখো, আমার তো জীবনই উচ্ছন্নে গেছে। (২৪/০২/২০১৪)
ট.
বাহ্! বেশ একটি প্রেমের কবিতা হলো।
কিন্তু কই, প্রেমিকা তো আমায় পাগল বলছে! (২৪/০২/২০১৪)
ঠ.
দুবির্নীত সময়,
আমাকে নিঃশ্বাস নিতে দাও ক্ষণিকের-
আমি মানুষ- যন্ত্র নই,
পৃথিবীর সমস্ত যন্ত্রণা আমি ভোগ করতে পারবো না।
দুবির্নীত সময়
আমাকে মুক্তি দাও। (০৮/০৩/২০১৪)
ছবি: ইন্টারনেট থেকে