চাঁদগাজী ভাইয়ের একটা পোস্ট দেখে এই লেখাটার আগ্রহ জন্মালো। সত্যি বলতে অনেক ব্লগারকেই আজকাল পোস্ট দিতে দেখা যায় না। ব্লগ কিন্তু খালি থাকে না। প্রতি ঘণ্টায় অনেক অনেক পোস্ট পড়ে। তবু কোন এক শূন্যতা থেকে যায়। আমি একেবারেই নতুন ব্লগার। ২০১৬-এর মে মাসে যোগ দিয়েছি। তখন একটু অবসর ছিলাম। দিনে বারবার ঢুকতাম ব্লগে। লিখতাম, অন্যের পোস্টে কমেন্ট করতাম। ব্যস্ততা বাড়ল। লেখার সময় কমল। এখন মাঝেমাঝে ঢুকি। দেখি অনেক পোস্ট। প্রিয়দের কম পাই। এসবের কিছু কারণ আমি নিজের মতো দাঁড় করলাম।
১। ব্লগে ‘অতি সন্ন্যাসিতে গাঁজন নষ্ট’ দশার দেখা দিয়েছি। বেশি বেশি পোস্টের কারণে ব্লগের পোস্টের মান নিম্নগামী। কর্তৃপক্ষ সবগুলো পোস্টকেই অনুমতি দেয়। ফলে অনেক পোস্টের ভিড়ে গুরুত্বপূর্ণগুলো হারিয়ে যায়।
২। ব্লগার মাত্রই কিছুটা উন্নাসিকগোছের। তাদের লেখার নিজস্ব ধাঁচ থাকে। সেটা পাঠক ধরতে পারুক তা তারা কামনা করে কিন্তু ব্লগে এখন পাঠক কম, লেখক বেশি।
৩। ব্লগ নিয়মিত আপডেট বা যথাযথ পর্যবেক্ষণ হচ্ছে বলে মনে হয় না।
৪। ৫৭-ধারার ঠাট্টা। ৫৭ ধারাকে ভয় পাই বললে অনেকে তেড়ে এসে বলবেন ব্লগার বা লেখককে হতে হয় সাহসী। যে ভীতু সে তো লেখকই না। কিন্তু এসব ধোপে টিকবে না। ভয় পেতে হয়। রাষ্ট্র ভয় পাওয়াতে জানে। অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখতে গিয়ে থেমে যেতে হয় ৫৭ ধারার ভয়ে।
৫। প্রবীণ, আমাদের অগ্রজ ব্লগারদের অনেকেই অনুপস্থিত কেন তার ব্যক্তিগত কারণ তো আমার জানা নেই তবে আমার মনে হয় তারা লেখার স্বাদ আর পান না। এর অনেক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ থাকতে পারে।
৬। একটা রাষ্ট্র যখন কানা হয়ে যেতে থাকে তখন সেখানে প্রচুর লেখক-কবির উদ্ভব হয়। তারা ‘আমি তুমি’ ‘তুমি আমি’ রসে রসাতলে তলিয়ে যেতে যেতে বলে ‘Art for art's sake' । আমরা কী সে সময়ে নেই?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯