আমি আজ অনেক খুশি, মনে হচ্ছে বিশাল বড় সওয়াবের কাজ করলাম। নিজেকে অনেক ফ্রি ফ্রি লাগছে, মনে ফুর ফুরে অনুভুতি, এ যেন এক অন্যরকম ভাল লাগা

এসবের পিছনে কারণ আর তেমন কিছুনা (আবার অনেক কিছু) অবশেষে গ্রামীনফোন এর সাথে ইন্টারনেট এর ৩ বছরের লম্বা সম্পর্কের ইতি টানলাম। ইচ্ছা হয়, পুরা সম্পর্কই খতম করে দি, কিন্তু পুরান নাম্বার বদল ও করতে ইচ্ছা হয়না,


আসুন, আমরা গ্রামীনফোন সম্পর্কে জানি। তারপর তাদের কোমড়ে সজোড়ে লাত্থি মেরে তাদের কে নিজেদের জীবন থেকে বিদায় করে দি :@
গ্রামীনফোন এর প্রতি ক্ষোভ আরো বেড়ে যায়, এরকম কিছু Wikileaks টাইপের খবর আমার কাছে আছে, যদি আপনাদের সাড়া পাই, তাহলে পোস্ট করব। আর আমার ওদেরকে ছাড়ার কাহিনী তো অবশ্যই লিখবই, আজ সময় কম বিধায় লিখতে পারলাম না, ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৫৫