আজকাল কোন কিছুই আর অবাক করে না।
রাজপথে ফুটপাতে হেঁটে যাওয়া অগণিত মানুষের গল্প
খুব সাদামাটা মনে হয়;
কোন কবিতাই অবাক করে না আর,
উপমা-উৎপ্রেক্ষা শব্দের ব্যাঞ্জনা আশ্চর্য করে না আজকাল।
মহামারীতে উজাড় হয়ে যাওয়া জনপদ,
ফাঁকা সংসারে বেজে যাওয়া অবিশ্রান্ত শূণ্যের সানাই,
চোখে জল আনে না তো আর।
অনুভবহীন সময় হাতের মুঠোয় নিয়ে নির্বিকার বসে থাকি।
কেবলই গুনে যাওয়া অন্তহীন সময়ের স্রোত,
জোয়ার নেই, ভাটা নেই,
ক্যালেন্ডারের পাতায় বার-তারিখ মুছে একাকার...
বেঁচে থাকার উত্থান পতন,
বাঁচা কিংবা মরে যাওয়া দাগ কাটে না অনুভূতির জমিনে আর।
ভাবলেশহীন দেখে যাই জলজ্যান্ত মানুষেরা কি মন্ত্রে পরিসংখ্যান হয়ে যায়!
বেঁচে থাকার চাইতে স্বাভাবিক হয়ে হয়ে গেছে মৃত্যু ....
অপেক্ষা মৃত্যুর লক্ষনরেখা পার করে হাঁটে বহুদূর,
পরজন্ম খুঁজে বেড়ানো আমার কবিতাদের
বড় অসামাজিক অসম্পূর্ণ মনে হয় আজকাল।
শহুরে ধূলোয় জমতে থাকা সংস্কৃতি,
প্রেম-অপ্রেম-পরকীয়া সব দায়সারা মনে হয় এ সময়ে,
আজকাল কিছুই আর আমাকে উদ্বেল করে না,
নিদারুণ গ্রীষ্মদিনে বহু প্রতীক্ষিত বৃষ্টি,
অসময়ে ফোটা কৃষ্ণচূড়া,
গোলাপী মেঘ কি নীল গোলাপ!!
ইচ্ছের গোলকধাঁধায় খুঁজে ফেরা নিজেকে কী ভীষণ ক্লান্তিকর!
স্বপ্নের পাশাপাশি সমান্তরালে হাঁটে দুঃস্বপ্নের সারি...
শুধু কখনো জনারণ্যে কিংবা শবের মিছিলে
হঠাৎ কারো অবয়বে তোমার মুখের জ্যামিতি,
কোন সাদামাটা গল্পের সংলাপে কি কবিতার কোন গতানুগতিক উপমায়,
আচমকাই তোমার মুখ উঁকি দিয়ে যায়...
আজকাল কোন কিছুই আর অবাক করে না,
কেবল তুমিই মুগ্ধ করো হঠাৎ...
টের পাই আশার অঙ্কুর রয়ে গেছে বুকের গহীনে,
তোমাকে মনে পড়লেই বেঁচে থাকতে বড়ো ইচ্ছে করে...
©️ শিখা রহমান
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯