তোমাকে চাইছি হৃদয়ের কাছে পেতে,
স্নায়ুর সকল শক্তি দিয়ে,
তোমাকেই চাইছি চেতনার কাছে অনিশ্চিতের ভয়ে!!
দু’জন মাত্র মানুষের পৃথিবী আশ্চর্যরকম স্থির,
চারপাশে সময়টা আমাদেরই মতো নির্ঘুম অস্থির!
বদলে গেছে ভালবাসার ধরন,
লক্ষণরেখা এঁকেছে মরনব্যাধি।
তোমার ছোঁয়ার জন্যেই বাঁচছি, জানি সে ছোঁয়াতেই মরবো।
কাঁচের ওপাশে ফাগুন থমকে জানালার চৌকা ফ্রেমে।
অসময়ে নামলে শ্রাবণ বুঝে নিয়ো,
দিগন্তরেখার ওপার থেকে মোষরঙ্গা খামে দামাল মেঘেদের পাঠিয়েছি আমি।
শার্শিতে চঞ্চল জলবিন্দুদের ছোঁয়াছুঁয়ি খেলা
দেখে জেনে নিয়ো এমনটাই চাইছি তোমায় শরীরের কাছে...
পুরো শহরে কৃষ্ণচুড়ার বান,
ঠিক এমনই সর্বগ্রাসী দাবানল তৃষ্ণার মরুতে...
শহর জুড়ে অসংখ্য আয়নাঘর,
আরশীনগরে আমার আয়নায় শুধু তোমারই প্রতিচ্ছবি।
মেধার সকল সুক্ষতা দিয়ে,
শব্দের সকল কারুকাজ এঁকে,
কথাদের সব নিঃশব্দতা দিয়ে,
এই স্বেচ্ছা নির্বাসনে চাইছি তোমাকে জীবনের কাছে পেতে...
© শিখা রহমান (২২শে মার্চ, ২০২০)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৯