তুমি যা বলার বলে ফেলেছো, প্রতিদিন বলো,
বলবে আগামী বছরেও, বলবে অনন্তকাল।
ভালোবাসার কাছে বছরের শুরু কি শেষ অর্থহীন,
ভালোবাসা আর তুমি সময়ের মতো অন্তহীন এক নদী।
জানি এই পৃথিবী শুদ্ধ হবেনা কোনোদিন,
অভিজ্ঞতার মেঘে বৃষ্টি নামে,
বিস্ময়ের মরণ হয় প্রতিদিন একটু একটু করে,
তবুও তুমি আছো তাই
ভালোবাসা আজও বিস্মিত করে,
অশুদ্ধতাকেও বরণ করি, শুধু তুমি আছো বলেই।
সম্পর্কেরা বুড়ো হয়ে যায়, কুঁজো হয়, মেয়াদ উত্তীর্ণ হয়,
কখনোবা অপ্রাসঙ্গিক হয়ে যায় পোস্ট কার্ড-চিঠির মতো,
হারিয়ে যায় ক্যাসেট প্লেয়ারের মতো,
সাদা কালো টিভির এন্টেনা কি ক্রস কানেকশনের মতো,
ছোটবেলার অনাবিল সারল্যের মতো।
সব সম্পর্ক প্রত্যাবর্তন যোগ্য নয়,
থাকুক তারা সুখস্মৃতি জাগানিয়া কি কৃতঘ্নতার উদাহরণ হয়ে,
আমিও রয়ে যাবো কোথাও,
কারো অবচেতনে ঈর্ষা বা অহংকার হয়ে।
তবুও তুমি আছো বলেই
সময় থমকে আছে আনাড়ি কাব্য লেখার বয়সে।
ঐ বয়সে কবি হতেই হয়,
নয়তো নীল শার্টে তামাটে রং স্বপ্ন স্বপ্ন চোখ ছেলেটার
দিকে তাকানো যায় না,
তাকালেই শিরায় উপশিরায় বিষ, রক্তস্রোতে শিরশিরানি,
বুকের ভেতরে আছড়ে পড়ে নরম বজ্রবিদ্যুত শব্দহীন,
আর তখনই কবিতা জন্মায়।
তুমি আছো বলেই,
রাতবিরেতের দোলাচল-অপেক্ষা, তীব্র আকাঙ্খা-অভিমান,
নিকোটিন মাখা আদরে একাকারে ছিলো।
ভাগ্যিস ছিলো।
ভাগ্যিস তুমি ছিলে তাই
এখনো ছুঁয়ে দেখতে পারি আমার বাসন্তিক অভিসার।
থেকো তুমি,
জ্বালিয়ে রেখো সেই আশ্চর্য প্রদীপ,
বেঁচে থাকুক রূপকথারা সময়ের বেড়াজাল পেরিয়ে,
তুমি থেকো কবিতায়, থেকো থরথর আকাঙ্খার শব্দরূপে!!
©️ শিখা রহমান (৩১শে ডিসেম্বর, ২০১৯)
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!!
ভাল থাকুন ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১