তুমি আছো বলেই সব সহ্য হয়ে যায়,
শুধু তুমি আছো বলেই...
গ্রীষ্ম আক্রান্ত শহরে যানজটের জঙ্গল তোমাকে ভাবলেই সুশীতল সমুদ্র,
ফুটপাতেরা রূপালী সৈকত,
গুমোট তপ্ত দুপুরে বইতে থাকে নোনাগন্ধ সতেজ সামুদ্রিক হাওয়া,
তীক্ষ হাইড্রলিক হর্ন বাজানো ডাবল ডেকার বাস হয়ে যায়
খুলি আঁকা পতাকা ওড়ানো জলদস্যু জাহাজ,
মনের দূরবীনে চোখ রাখতেই দেখি
জাহাজের ডেকে হাত নাড়ছো তুমি!!
তুমি আছো বলেই বিশ্বাস ফিরে পাই।
মিটিং-মিছিলে, রাজপথে-ময়দানে,
বক্তৃতা-শ্লোগান শুনে ভাবি আগুন জ্বলবেই,
এই দেশে, এ শহরে প্রমিথিউস হয়ে আসবে কেউ।
রাজনীতির গৎবাঁধা বুলি, সভা সমিতিতে গলা কাঁপিয়ে বলা কথামালা,
পোস্টারে সাঁটা নির্বাচনী প্রতিশ্রুতি সব পূরণ হবে বিশ্বাস হয়।
চোখে মুখে ৫৭ ধারা বেঁধে অন্ধ বধির আমি স্বপ্ন দেখি আরেকটা একাত্তুরের,
ভাংচুর শেষে নতুন সমাজের, কাঙ্ক্ষিত এক দেশের।
হরতাল স্ট্রাইকের দিনে পেট্রোল বোমা ইট পাটকেল লাঠিচার্জ,
১৪৪ ধারা উপেক্ষা করে পথে নামতে ইচ্ছে করে,
পুলিশকে ডেকে বলতে ইচ্ছে করে হাতকড়া পরাও,
বুকে ঠেকাও থ্রি নট থ্রি কি এসএমজি, ভয় পাইনা রিমান্ড-এনকাউন্টার,
শুধু তুমি আছো বলেই...
তুমি আছো বলেই আস্থা ফিরে পাই,
শুধু তুমি আছো বলেই…
সীমানা পেরোনো লক্ষ রোহিঙ্গা একদিন স্বদেশ ফিরে পাবে জানি,
সামরিক জান্তার অত্যাচার আর শান্তিদেবীর ছলাকলা শেষ হবে।
তিস্তার জল মেনে চলবে চুক্তি,
সড়কেরা নিরাপদ হবে।
ন্যায়বিচার নয়, নাটক মঞ্চস্থ হবে।
লাল ফিতা ফাইলের ঘের ছেড়ে শোভা পাবে কিশোরীর কলাবেনীতে,
ধর্ষণ-রাহাজানি-গুম-খুন খেলবে না কানামাছি আর দুর্নীতি-স্বজনপ্রীতির সাথে,
প্রকাশ্যে ঘুষ খাওয়া দন্ডনীয় হবে, তোমাকে চুমু খাওয়া নয়।
তুমি আছো বলেই সব ধ্রুপদী হয়ে যায়,
শুধু তুমি আছো বলেই…
বৃষ্টির ছন্দে বাজে মেঘমল্লার,
বিচ্ছেদে করুণ সানাই বিসমিল্লাহ খাঁ;
আদরে বাজে বেহাগ, কান্নায় সরোদ,
অভিমানে রবিশঙ্কর, কখনোবা তানপুরায় তানসেন।
ঝগড়ায় বাজে তবলার ঠুকঠাক জাকির হুসেন,
শব্দের ড্রিবলিঙয়ে তুখোড় মেসি,
কথার গুগলিতে সেঞ্চুরী হাঁকে সাকিব,
বাকবিতন্ডায় গিটারে তুমুল ঝড় আইয়ুব বাচ্চু,
বিরহে জীবনানন্দ, বিদ্রোহে নজরুল আর হৃদয়ে রবীন্দ্রনাথ!!
তুমি আছো বলেই সব পথেরা বাড়ি ফিরে যায়,
সিরিয়া-প্যালেস্টাইন, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড-প্যারিস,
পৃথিবী জুড়ে যুদ্ধ মহামারী সন্ত্রাস,
সব পেরিয়ে আমি তোমার বুকেই ফিরে আসি।
শুধু তুমি আছো বলেই
ভালোবাসা বেঁচে আছে...
আর আমি!!
© শিখা রহমান
(Artist: Osnat Tzadok)
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১