প্রিয় স্বদেশ!!
কোন না কোন যুদ্ধ অপেক্ষা করে আছে তোমার জন্যে,
কোথাও ছিঁড়ে যাওয়া পতাকা, অথবা ভাঙ্গা কম্পাস,
কোন না কোন বাক্সভর্তি বিস্ফোরণ।
শুধুমাত্র যুদ্ধজয়ই যথেষ্ট নয়,
মুক্তি-আনন্দ-আলো-প্রেম সেভাবে ছুঁয়ে যায়নি তো করতল।
কোন একটা সীমানা সেভাবে দেশ হয়ে ওঠেনি তো আজও।
উত্তরাধিকারই পর্যাপ্ত নয়,
চারপাশে ছড়ানো কেবলই অধিকার আর অধিকার,
অধঃপতনের অধিকার।
প্রিয় স্বদেশ!!
বিনির্মাণ অপেক্ষা করে আছে তোমার জন্য।
নিজেকে কেবলই গুছিয়ে রাখা সুদৃশ্য কাঁচের শোকেসে,
ভাবতে গেলেই কাদা উঠে আসে,
কাদায় বাঁচতে বাঁচতে প্রতিনিয়ত জিয়ল মাছ হয়ে ওঠা,
শান্তি নেই, স্বস্তি নেই,
কেবলই প্রেম-সঙ্গম-জন্ম জীবনের প্রতিহিংসাপরায়ণতায়।
প্রায় পাঁচ দশক হয়ে গেলো
তবুও ভাংচুর অপেক্ষা করে আছে,
আদর্শের হাতুড়ি দিয়ে মুখগুলোকে গড়েপিটে নেওয়া দরকার।
প্রিয় স্বদেশ,
তোমার জন্যে এখনো যুদ্ধ অপেক্ষা করে আছে।
©️ শিখা রহমান
ছবিঋণঃ ইন্টারনেট
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬