তোমাকে ভালোবাসি সামান্যই,
খুব বেশি না!! এই ধরো...
যতোখানি ভালোবাসলে
রাত্রি হেঁটে চলে ভোরের দিকে,
সমুদ্র শিখে নেয় জোয়ার ভাটার ব্যাকরণ,
নদী জেনে যায় তার গন্তব্য,
বসন্ত খুঁজে নেয় তার বুকে লুকিয়ে থাকা বর্ষা...
ঠিক ততোখানিই ভালোবাসি তোমাকে।
বিশ্বাস করো...
ঠিক যতটুকু ভালবাসলে
পপি ফুলের বনে ভাসে আফিমের মৌতাত,
দুপুরের রোদ্দুরে নামে শুদ্ধ সারং সুর,
উদাসীন মেঘে ফুটে থাকে থোকা থোকা আরক্ত করবী,
আলোতে ওড়ে ঝলমল প্রজাপতি ডানা...
ঠিক ততোটুকুই ভালোবাসি তোমাকে।
যতখানি ভালোবাসলে
শব্দ থেকে একরাশ স্বপ্ন উঠে ঘুঙ্গুর পরে নাচে,
শব্দ থেকে গড়িয়ে নামে রূপালী জলের ঝরনা,
বাউলের একতারা নিত্য বাঁধে নতুন প্রেমের গান,
গোপন ইচ্ছেরা অবাধ্য বালিকার মত হুড়মুড়িয়ে বেরিয়ে আসে,
তুমি চলে গেলে শব্দের চোখে জল আসে,
ঠিক ততোখানিই ভালোবাসি তোমায়।
মিথ্যে বলবো না ছেলে!!
সত্যি করে বলছি...
ঠিক যতোটা ভালবাসলে
কাঁথামুড়ি দেয় ভালোবাসা,
ঠোঁটেরা বুঝে নেয় সমুদ্রের স্বাদ,
নিজস্ব ত্রিকোণ খুঁজে পায় নাবিক,
বাসনার অন্তর্বাসে ফোঁটা ফোঁটা গূঢ় হেমলক...
ঠিক ততোটাই ভালোবাসি তোমাকে।
যতটুকু ভালোবাসলে
চড়ুই দম্পতি খড়কুটোয় সংসার পাতে ঘুলঘুলিতে,
শিঞ্জিনী ধ্বনিতে বাজে মায়া,
দু'গালে গোলাপ ফোটে, ঠোঁটে রক্তজবা,
লাল টিপে ধরা দেয় লাবণ্য,
আর আমি খুঁজে পাই আমাকে,
ঐটুকুই ভালোবাসি মাত্র...
বুকের যমজ সুগন্ধি কৌটায় মেপে মেপে
ঠিক ঐটুকুই ভালোবাসি তোমায়...
না একটু বেশী, না একটুও কম...
সামান্যই...তবুও যে ভালোবাসি শুধু তোমাকেই!!
© শিখা রহমান
(Artist: Raviraj Kumar)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১