ভেবে দেখো ছেলে!!
ভালোবাসার আগে আরেকবার ভেবে দেখো...
তোমার শহরের পুরোটা জুড়ে ছড়িয়ে যাব আমি।
গলির মোড়ে রিক্সা থামিয়ে নিঃসংকোচে বলবো
"এইই ছেলে উঠে বসো পাশে..."
কৃষ্ণচূড়া ফোটা আগুন দুপুরে
পাশাপাশি পথ চলতে চলতে,
ভীড়ের চোখ উপেক্ষা করে
আচমকাই জাপটে ধরব তোমার হাত।
ট্রাফিক জ্যামে স্থবির রিক্সায়
চারপাশ অবাক করে দিয়ে
সপাটে তোমার গালে দেবো চুমু,
ঘোরলাগা সন্ধ্যায় আনমনা তোমার
শার্টের কলার টেনে সশব্দে বসিয়ে দেব
ঠোঁটের ওপরে ঠোঁট,
এক চুমুতে শুষে নেব টাটকা নিকোটিন
ওই পুরুষ্ট ঠোঁট থেকে।
টংয়ের দোকানে তোমার চায়ের কাপে
চুমুক দিয়ে নির্দ্বিধায় বলব
"তোমার ঠোঁটের নিকোটিন চায়ের সাথে বেশ লাগে..."
লাল পাঞ্জাবীতে সুবেশ সুঠাম তুমি আসতেই,
মুখে দু'আংগুল পুরে তুমুল শীষে
সচকিত করে দেব পুরো পাড়া।
মাতাল হয়ে শহরের অলিতে গলিতে
ঘুরবে তুমি,
চাওয়ার আগেই খুলে দেব বুকের ভাঁজ, চুলের আগল,
নাক ঘষবো ওই পুরুষালী বুকে,
পিষে ফেলার ঠিক আগমুহূর্তে
কানের কাছে ফিসফিসিয়ে বলে দেবো
"আমাকে চন্দনের সুগন্ধী আগুনে পোড়াও ছেলে..."
ভেবে দেখো ছেলে..
আমাকে ভালোবাসার আগে ভেবে দেখো!!
তোমার শহরের অলিতে-গলিতে,
মোড়ে-চৌরাস্তায়, ফুটপাতে-মাঠে
সর্বত্র ছড়িয়ে থাকব আমি...
ছড়িয়ে থাকবে আমার শব্দ, গন্ধ, স্পর্শ...
কখনো ছেড়ে গেলে তখনই জানবে তুমি,
কেবল তখনই জানবে,
কেন ঘুর্ণিঝড়ের নাম আমার নামে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর!!
© শিখা রহমান
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯