ব্যাপারটা এমন নয় যে আজ সূর্য ওঠেনি।
একদল উচ্ছল স্কুলবালিকার মতো
আলোরা কোলাহলে মেতেছে সারা তল্লাটময়।
চায়ের সুগন্ধ ধোঁয়ার সুক্ষ কারুকাজ একেঁছে
বাতাসের বুকে অন্য সবদিনের মতোই,
মাধবীলতার কলি চোখ মেলেই শুনেছে
চড়ুই দম্পতির কিচিরমিচির ঝগড়া।
ব্যাপারটা এমন নয় যে
ক্লান্ত দুপুরে পাড়া জুড়ে নামেনি আজ ভাতঘুম।
চৌরাস্তার মোড়ে স্কুল ছুটির ঘন্টা বাজতেই
বাতাসে ভেসেছে তুমুল হর্ষধ্বনি।
গলির মুখে চায়ের দোকানে ঝিমিয়ে পড়েছে চামচের টুংটাং,
ঘুম শেষে রোয়াকে ভুলু কুকুরটা আড়মোড়া ভেংগেছে অন্য সবদিনের মতোই।
ব্যাপারটা এমন নয় যে
বিকেলের আলো ফুটবল দাপায়নি রোদেজ্বলা মাঠে।
গোধূলি আর সন্ধ্যা ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে রাত্রির কোলে মাথা রেখে।
আধখানা চাঁদ উঠলেও বখাটে জোৎস্নারা
হুটোপুটি করেছে এক চিলতে বারান্দায়।
ব্যাপারটা এমন নয় যে
কোথাও আজ গুম খুন রাহাজানি হয়নি,
মারধোর হুংকার শেষে রাত গভীরে পাশের বাড়ির বউটার
আজ চাপা কান্না শোনা যায়নি।
এমন নয় যে আবরারের হত্যার সুষ্ঠ বিচার হয়েছে,
ফেনী বা তিস্তা নদীর পানি বন্টন সুষম হয়েছে,
বা পেঁয়াজের দাম কমে গেছে।
ব্যাপারটা এমন নয় যে
শহরে আজ হরতাল স্ট্রাইক মিছিল কি জ্বালাও পোড়াও,
হেমন্ত এসেছে তাই কালো পোশাক ছেড়ে র্যাবের দল পড়েছে কাঁচা হলুদ জামা,
অথবা জলপাই রংগের স্যালুট ঠোকা মানুষগুলো
বুট ছেড়ে পড়েছে হাওয়াই চপ্পল।
ব্যাপারটা হচ্ছে
আজ তোমাকে গলির মোড়ে দেখিনি কেন?
©️ শিখা রহমান
(ছবি অন্তর্জালে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩