তুমি জানবেও না কোনদিন,
কতোখানি কস্ট পেলে হৃদয় অসাড় হয়,
বৃষ্টিবতী নারী অহল্যা হয়ে যায়।
কতোটা ভালোবাসলে,
আঘাত আসবে জেনেও বারংবার বুক পেতে দেয়া যায়,
দাবানলে বিছিয়ে দেয়া যায় নোনাজলের শরীর।
তুমি চেয়ে দেখবেও না কখনো,
রক্ত মেখে হাসিমুখে পাশাপাশি
হেঁটেছে কেউ শুধুমাত্র ভালোবাসার জন্যে,
আঁচলে বেধেঁছে মেঘ,
কপালের টিপে লুকিয়েছে অন্ধকার।
তুমি জানবেও না কোনদিন,
কতোটা ভালোবাসলে নিজের স্বপ্নজালে নিজেই জড়ায় কেউ।
কতোটা অসহায় হলে নতজানু হয় সম্রাজ্ঞী,
মুকুট নামিয়ে রেখে যায় আকুল প্রার্থনা।
কখনো তো দেখিনি ভেবে কতোটা পুরুষ তুমি, কতোটা রোদন!!
তুমি জানবেও না
একদিন তোমার পাশে হাঁটবে ভালোবাসার শবদেহ।
© শিখা রহমান
(ছবিঃ Arya Chandra Choudhury)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১